19.10.13
অনুবাদn অংশ-২
অনুবাদn অংশ-২
প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বিষয়ে Translate into English থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশদেওয়া হলো।
Translate into English:
6. i) শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী।
ii) কিশোরগঞ্জ কিছু গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়ির জন্য বিখ্যাত।
iii) কিশোরগঞ্জে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে।
iv) শোলাকিয়া একটি বড় ঈদগাহ্ ময়দান।
v) আমি আমার নিজের শহর নিয়ে অনেক গর্বিত।
Answer :
i) The river Narsunda flows across the town.
ii) Kishoreganj is also famous as the home of some important personalities.
iii) There are many important places in Kishoreganj.
iv) Solakia is a large Eid Ground.
v) I am very proud of my town.
7. i) আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা আছে।
ii) আমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পছন্দ করি।
iii) চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কত?
iv) নটিক্যাল মাইল কী?
v) তুমি সমুদ্রযান দিয়ে যেতে পারো।
Answer : i) There are many places to see in our country.
ii) I like to go to the St. Martin's Island.
iii) How far is Teknaf from Chittagong?
iv) What is a nawtical mile?
v) You can go by sea bus.
8. i) কচ্ছপ রাগান্বিত অনুভব করল।
ii) খরগোশটি হাসল।
iii) তারা তাদের দৌড়বাজি শুরু করল।
iv) শিগগিরই সে ঘুমিয়ে পড়ল।
v) সে যত জোরে পারল দৌড়াল।
Answer:
i) The tortoise felt angry.
ii) The hare laughed.
iii) They started their race.
iv) Soon he fell asleep.
v) He ran as fast as he could.
9. একজনের জীবনে জন্মদিন হচ্ছে স্মরণীয় দিন। এই তো সেদিন যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে। এই দিনে সারা বিশ্বের শিশুরা আনন্দ করে। পিতামাতা অন্য শিশুদের আসতে বলেন এবং পার্টি করতে বলেন। তারা নতুন জামা পরে, গান গায়, খেলাধুলা করে এবং দিনটিকে বিভিন্নভাবে উপভোগ করে।
Answer :
A birthday is a memorable day in one's life. This is the day when you were born. Children around the world have fun on this day. Parents ask other children to come and have a party. They wear new clothes, sing song, play games and enjoy the day in different ways.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment