6.9.11

বিজ্ঞান: মডেল টেস্ট

 সময়: ২ ঘণ্টা \ মান: ১০০
১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ১x১০=১০
(ক) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
(১) ভিটামিন-এ (২) ভিটামিন-বি
(৩) ভিটামিন-সি (৪) ভিটামিন-ডি
(খ) বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
(১) দুটি (২) তিনটি (৩) একটি (৪) বারটি
(গ) সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
(১) পৃথিবী (২) চাঁদ (৩) সূর্য (৪) শুকতারা
(ঘ) টেলিভিশনে শব্দ ও ছবি কীরূপে পাঠানো হয়?
(১) তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ (২) তড়িৎ সংকেত
(৩) ক্ষুদ্র ছবি (৪) শব্দ ও ছবি
(ঙ) মাটি দূষণের জন্য দায়ী কোনটি?
(১) প্লাস্টিক (২) কাগজ (৩) কাপড় (৪) চামড়া
(চ) কোন গাছের পাতা থেকে নতুন চারা গাছ জন্মে?
(১) পেয়ারা (২) জবা (৩) পাথরকুচি (৪) লেবু
(ছ) কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
(১) তিমি (২) কই মাছ (৩) চিংড়ি (৪) শুশুক
(জ) কোনটি পদার্থ নয়?
(১) বায়ু (২) শব্দ (৩) মাটি (৪) কাঠি
(ঝ) বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?
(১) থার্মোমিটার (২) ল্যাকটোমিটার
(৩) স্পিডোমিটার (৪) ব্যারোমিটার
(ঞ) পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
(১) গাছ কাটা (২) বর্জ্য পোড়ানো
(৩) নদীতে বর্জ্য ফেলা (৪) বন্যা
২। শূন্যস্থান পূরণ করো। ২x৫=১০
(ক) আদমশুমারি হয় সাধারণত— বছর পর পর
(খ) শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন— উদ্ভিদ।
(গ) খাদ্য, পানি ও ত্বক বা চামড়ার মধ্য দিয়ে— ডিম দেহের ভেতর প্রবেশ করে।
(ঘ) ডায়নামো ব্যবহার করে— তৈরি করা যায়।
(ঙ) হ্যালির ধূমকেতু— বছর পর পর দেখা যায়।
৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় কর। ২x৫=১০
(ক) সাইকাস আবৃতবীজী উদ্ভিদ।
(খ) আমলকীতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়।
(গ) তড়িতাহত ব্যক্তিকে স্পর্শ করলে তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে।
(ঘ) তাপ দিলে পদার্থের আয়তন বাড়ে।
(ঙ) বন্যা ও জলোচ্ছ্বাসের ফলে পরিবেশ দূষিত হয়।
৪। বামপাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের বাক্যাংশের মিলকরণ। ২x৪ = ৮
৫। সংক্ষেপে উত্তর দাও। ৩x১০=৩০
(ক) ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
(খ) কয়েকটি বিদেশি জাতের ছাগলের নাম লেখো।
(গ) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের চারটি পার্থক্য লেখো।
(ঘ) স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? স্তন্যপায়ী প্রাণীর বৈশিস্ট্য কী কী?
(ঙ) চোখ ভালো রাখার উপায় কী কী লেখো।
(চ) বিষধর সাপের কামড় কীভাবে চেনা যায়?
(ছ) বরফে তাপ দিলে কী হবে? আরও বেশি তাপ দিলে কী ঘটবে?
(জ) শক্তি ও পদার্থের মধ্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।
(ঝ) ব্যারোমিটার কী কাজে লাগে?
(ঞ) কৃত্রিম উপগ্রহ কী?
(ট) গাছপালা ও বনভূমি কমে গেলে কী হয় লেখো।
(ঠ) রিকেটস রোগের লক্ষণগুলো লেখো।
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৪x৮=৩২
(ক) নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
(খ) সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো।
(গ) পানি, অ্যামোনিয়া ও চিনির অণু কীভাবে গঠিত হয় তা লেখো।
(ঘ) প্রযুক্তির অপব্যবহার কী কী সমস্যার সৃষ্টি করতে পারে তা লেখো।
(ঙ) আহ্নিকগতি কাকে বলে? আহ্নিকগতির বর্ণনা দাও।
(চ) বাতাস যে জায়গা দখল করে তা কীভাবে প্রমাণ করবে? একটি পরীক্ষা বর্ণনা করো।

No comments:

Post a Comment