3.9.11

সমাজ: অধ্যায়-১৩ (বাংলায় ইংরেজ শাসন)

 অধ্যায়-১৩: বাংলায় ইংরেজ শাসন
# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১২। দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ — পেয়েছিলেন। উত্তর: দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ ধনসম্পত্তি পেয়েছিলেন।
১৩। ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে — সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।
উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ ওঠে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।
১৪। সিপাহি বিপ্লবকে — প্রথম সংগ্রামও বলা হয়।
উত্তর: সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।
১৫। ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন — অবস্থিত।
উত্তর: ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল সেখানে এখন বাহাদুর শাহ পার্ক অবস্থিত।
১৬। ১৮৫৯-৬০ সালে বাংলায় — বিদ্রোহ হয়।
উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়।
১৭। সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘—’।
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’।
১৮। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় — প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯। ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘—’ -এর জন্ম হয়। উত্তর: ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘মুসলিম লীগ’-এর জন্ম হয়।
২০। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস — আন্দোলন শুরু করে।
উত্তর: মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে।
২১। হোসেন শহীদ সোহরাওয়ার্দী — পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।
২২। ১৯৪০ সালে মুসলিম লীগের — অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।
উত্তর: ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।
২৩। ইংরেজরা প্রায় — উপমহাদেশ শাসন করে।
উত্তর: ইংরেজরা প্রায় ২০০ বছর উপমহাদেশ শাসন করে।
২৪। শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে — করে বেশি। উত্তর: শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে শোষণই করে বেশি।
২৫। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত — মালিক হয়ে যায়। উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কিছু জমিদার বাংলার সমস্ত জমির মালিক হয়ে যায়।
২৬। ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে—শিক্ষা। উত্তর: ইংরেজ শাসনামলে দেশীয় শিক্ষার স্থান দখল করে পাশ্চাত্য শিক্ষা।

No comments:

Post a Comment