3.9.11

সমাজ: মডেল টেস্ট-১

সমাজ  পূর্ণমান-১০০: সময়-২ ঘণ্টা
১। বহুনির্বাচনী প্রশ্ন। ১×১০=১০
ক) নাগরিকের প্রথম কর্তব্য কী?
১) আইন মানা ২) আনুগত্য
৩) কর প্রদান ৪) ধর্মীয় সহিষ্ণুতা
খ) গণতন্ত্রের কী?
১) পরিবারের শাসন ২) আমলাদের শাসন
৩) ব্যক্তির শাসন ৪) জনগণের শাসন
গ) এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?
১) মৃত্যুদণ্ড ২) যাবজ্জীবন কারাদণ্ড
৩) সশ্রম কারাদণ্ড ৪) কোনোটি নয়
ঘ) এডিস মশা থেকে কী হয়?
১) ম্যালেরিয়া হয় ২) ডেঙ্গু হয়
৩) কাশি হয় ঘ) জ্বর হয়
ঙ) কোনটি রাষ্ট্রীয় সম্পদ?
১) কারখানা ২) বাড়ির আসবাবপত্র
৩) বাড়ির গাছপালা
৪) বাংলা একাডেমী
২। শূন্যস্থান পূরণ কর। ২×৫=১০
ক) সামাজিক সম্পদ — করার ক্ষমতা সমাজের নেই।
খ) আমাদের দেশে রয়েছে — পানির অভাব।
গ) লেখাপড়ার পাশাপাশি — শ্রম করা প্রয়োজন।
ঘ) কাউকে খেয়াল খুশিমতো —ও আটক করা যাবে না।
ঙ) নেতৃত্ব মানুষের — গুণ।
৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় কর। ২×৫=১০
ক) গল্পের বই আমাদের আনন্দ দেয়।
খ) শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে।
গ) আমরা শ্রেণীতে দলনেতা নির্বাচন করি না।
ঘ) যিনি নেতৃত্ব দেন তিনি নেতা নয়।
ঙ) বিদেশীদের ভোটাধিকার আছে।
৪। বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে খাতায় লেখ। ২×৪=৮
ক) মানবাধিকার সর্বজনীন ৮ মার্চ
ঘোষণাপত্র ঘোষিত ১০ ডিসেম্বর
খ) বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস মানবাধিকার
গ) বিশ্ব নারী দিবস ৩০টি ধারা
ঘ) মানুষ হিসেবে ব্যক্তির অধিকার ১২ জুন
সামাজিক ব্যাধি
৫। অল্প কথায় উত্তর দাও। (যেকোনো ১০টি) ৩×১০=৩০
ক) সম্পদ কাকে বলে?
খ) পারিবারিক সম্পদ কী কী?
গ) পরিবার কাকে বলে?
ঘ) সদাচরণ কাকে বলে?
ঙ) সামাজিক মূল্যবোধ কী?
চ) শ্রম কী?
ছ) মানবাধিকার কাকে বলে?
জ) নাগরিক কাকে বলে?
ঝ) নির্বাচন কী?
ঞ) নাগরিকের ৫টি দায়িত্ব লেখ।
ট) গণতন্ত্র আমাদের কী দেয়?
ঠ) আদর্শ নেতার ৩টি গুণাবলি লেখ।
৬। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। (৪টি) ৮×৪=৩২
ক) এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারের সচেতনতা করা উচিত কেন?
খ) আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের একটি উদাহরণ দাও।
গ) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
ঘ) বাড়ি ও পরিবারের প্রতি আমাদের কী কী কর্তব্য রয়েছে?
ঙ) শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়?
চ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
১ম সাময়িক পরীক্ষার মডেল টেস্ট

সাধারণ বিজ্ঞান (বহুনির্বাচনী অংশ)-এর সঠিক উত্তর: ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ।

No comments:

Post a Comment