3.9.11

সমাজ: শূন্যস্থান পূরণ (১০-১৮)

অধ্যায়-১০
৮০। বাংলাদেশের আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।
৮১। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।
৮২। শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।
৮৩। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে।
৮৪। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।
৮৫। বাংলাদেশের লোকেরা পুত্রসন্তান বেশি পছন্দ করে।
৮৬। অতিরিক্ত যানবাহনের কারণে পরিবেশ দূষিত হচ্ছে।
৮৭। বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮।
অধ্যায়-১১
৮৮। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।
৮৯। মহাস্থানগড় নগরটি মৌর্য বংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন।
৯০। কুমিল্লার ময়নামতি বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
৯১। পাল রাজা ধর্মপাল সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।
৯২। মধ্য যুগে সোনারগাঁ ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র।
৯৩। ঢাকা নগর প্রতিষ্ঠা হয়েছিল ১৬১০ সালে।
৯৪। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে।
৯৫। নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
৯৬। বাংলার বার ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান।
অধ্যায়-১২
৯৭। বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেছিলেন ১২০৪ সালে।
৯৮। বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন ফখরউদ্দিন মুবারক শাহ।
৯৯। আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরউদ্দিন মুবারক শাহের শাসনকালে সোনারগাঁয়ে আসেন।
১০০। ‘বাঙ্গালাহ’ নামটি সুলতান শামসউদ্দিন ইলিয়াছ শাহের সময় থেকেই শুরু হয়।
১০১। পারস্যের কবি হাফিজের সঙ্গে গিয়াসউদ্দিন আজম শাহের পত্র যোগাযোগ ছিল।
১০২। হোসেন শাহ ছিলেন প্রজাদরদি।
১০৩। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।
১০৪। শেরশাহ গ্রান্ড ট্রাংক রোড তৈরি করেন।
১০৫। শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন।
১০৬। সংস্কৃত আর পালির চর্চা হতো পাঠশালা ও টোলে।
১০৭। সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী টোডরমল সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন।
১০৮। পৃথিবীর শ্রেষ্ঠ কার্পাস তুলা তৈরি হতো বাংলায়।
অধ্যায়-১৩
১০৯। ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন।
১১০। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
১১১। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন।
১১২। সিপাহি বিপ্লব হয় ১৮৫৭ সালে।
১১৩। ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয় ১৯৪৭ সালে।
১১৪। ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করেন রাজা রামমোহন রায়।
১১৫। ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়।
১১৬। ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়।
১১৭। বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় ১৭৭০ সালে (বাংলা ১১৭৬ সালে)।
১১৮। দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি মানুষ মারা যায়।
অধ্যায়-১৪
১১৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন।
১২০। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
১২১। বেগম রোকেয়া নারীশিক্ষা প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেছেন।
১২২। নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে।
১২৩। মেধা ও পান্ডিত্য দেখে শিক্ষকেরা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন।
অধ্যায়-১৫
১২৪। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় ১৯৪৭ সালে।
১২৫। পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে গণহত্যা শুরু করে।
১২৬। ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে কালরাত বলা হয়।
১২৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
১২৮। ভূটান ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়।
১২৯। বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় প্রতিবছর ১৬ ডিসেম্বর।
১৩০। বীরত্বসূচক সবচেয়ে মর্যাদাসম্পন্ন উপাধি হলো বীরশ্রেষ্ঠ।
১৩১। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ১৪ ডিসেম্বর।
অধ্যায়-১৬
১৩২। গারো উপজাতির বসবাস ময়ময়সিংহ ও টাঙ্গাইল জেলায়।
১৩৩। পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।
১৩৪। যারা সমতলে বাস করে তাদের বলা হয় লামদানি।
১৩৫। গারোদের ধর্মের নাম সংসারেক।
১৩৬। খাসিয়া সমাজ মাতৃপ্রধান।
১৩৭। মেহমান এলে খাসিয়ারা প্রথমে পান-সুপারি দিয়ে অ্যাপায়ন করে।
১৩৮। খাসিয়াদের প্রধান দেবতার নাম উব্লাই নাংযও।
১৩৯। মণিপুরীদের আদি বাসস্থান আসামের মণিপুর রাজ্যে।
১৪০। মণিপুরীদের ভাষাকে বলা হয় মৈথেয়ী ভাষা।
১৪১। মুরংদের পূর্বপুরুষ আরাকানের অধিবাসী ছিলেন।
অধ্যায়-১৭
১৪২। ফ্রান্সের মানুষ খাদ্যরসিক হিসেবে পরিচিত।
১৪৩। কেনিয়া স্বাধীন হয়েছিল ১৯৬৩ সালে।
১৪৪। ফরাসিরা ৮ মে বিজয় দিবস পালন করে।
১৪৫। শিল্প ও সংস্কৃতিতে ফরাসিরা পৃথিবীতে বিখ্যাত।
১৪৬। সোয়াহিলি ভাষায় আরবি ভাষার প্রভাব রয়েছে।
অধ্যায়-১৮
১৪৭। পৃথিবীতে এ পর্যন্ত দুটো বিশ্বযুদ্ধ হয়েছে।
১৪৮। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
১৪৯। বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম সদস্য।
১৫০। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
১৫১। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
১৫২। জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই।
১৫৩। আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
১৫৪। শিশুদের উন্নতির জন্য কাজ করে ইউনিসেফ।
১৫৫। খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।
১৫৬। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে।
১৫৭। ইতালির রোমে খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত।
১৫৮। সকল মানুষ নিয়ে কাজ করে ইউনেস্কো।
১৫৯। জাতিসংঘ একটি বিশ্ব প্রতিষ্ঠান।

No comments:

Post a Comment