3.9.11

সমাজ: অধ্যায ৭

প্রশ্ন-১ : শূন্যস্থান পূরণ কর :
ক. রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, ....... ও অর্থনৈতিক অধিকার ভোগ করি।
উত্তর : রাজনৈতিক
খ. নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু........ ও কর্তব্য পালন করতে হয়।
উত্তর : দায়িত্ব
গ. ভোট দেওয়ার অধিকার নাগরিকের...... অধিকার।
উত্তর : সর্বশ্রেষ্ঠ
ঘ. ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ....... অধিকার।
উত্তর : নাগরিক
ঙ. নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে....... দেখা দিতে পারে।
উত্তর : বিশৃঙ্খলা
প্রশ্ন-২ : নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ :
ক. বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।    ‘অ’
খ. নাগরিক রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করে।‘শু’
গ. বিদেশির ভোটাধিকার রয়েছে।‘অ’
ঘ. শিক্ষালাভের অধিকার রাজনৈতিক অধিকার। ‘অ’
ঙ. নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার হল ভোটাধিকার। ‘শু’
প্রশ্ন-৩ : বামপাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল কর :   
উত্তর (ক) আইনের চোখে সবাই সমান অধিকার-সামাজিক অধিকার
(খ) নিয়মিত কর দেওয়া আমাদের- কর্তব্য
(গ) ভোটাধিকার নেই-উম্মাদ
(ঘ) ব্যক্তিস্বাধীনতা রক্ষায় অধিকার- রাজনৈতিক অধিকার
(ঙ) জীবিকা নির্বাহের অধিকার- অর্থনৈতিক অধিকার
প্রশ্ন-৪ : সঠিক উত্তরটি লেখ :
১. নাগরিকের প্রথম কর্তব্য কী?
(ক) আইন মানা (খ) আনুগত্য
(গ) কর প্রদান (ঘ) ধর্মীয় সহিষ্ণুতা
উত্তর : আনুগত্য
২. বাংলাদেশে কমপক্ষে কত বছর বয়স হলে নাগরিক ভোট দিতে পারে?
(ক) ২২ (খ) ২০ (গ) ১৮ (ঘ) ২৬
উত্তর : ১৮
৩. কোনটি নাগরিকের সামাজিক অধিকার?
(ক) ভোট দেওয়ার অধিকার   
(খ) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার
(গ) জীবিকা নির্বাহের অধিকার   
(ঘ) সম্পত্তি ভোগের অধিকার
উত্তর : সম্পত্তি ভোগের অধিকার
৪. সচেতনভাবে প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক) নির্বাচন    খ) সামাজিক অধিকার   
গ) ভোটাধিকার ঘ) অর্থনৈতিক অধিকার
উত্তর : নির্বাচন
৫. কোনটি নাগরিকের কর্তব্যের অন্তর্ভুক্ত?
ক) ভোট দেওয়া খ) কাজ করা গ) আইন মেনে না চলা    ঘ) মতামত প্রকাশ করা
উত্তর : আইন মেনে না চলা
প্রশ্ন-৫ : সংক্ষেপে উত্তর দাও :
ক) নাগরিক কাকে বলে?
উত্তর  : নাগরিক হল তারা যারা রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের কল্যাণ কামনা করে। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে। বিশ্বের সব মানুষ কোনো না কোনো দেশের নাগরিক। আমাদের জন্ম বাংলাদেশে। তাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
খ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?
উত্তর : নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকি। এসব সুযোগ-সুবিধা ভোগ করা আমাদের নাগরিক অধিকার। নিচে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার উল্লেখ করা হল-
১. নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। ২. নির্বাচিত হওয়ার অধিকার। ৩. রাষ্ট্রের যে কোনো স্থানে বসবাসের অধিকার। ৪. বিদেশে অবস্থানকালীন নিজ রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার। ৫. অন্ন, বস্ত্র, চাকরি লাভের অধিকার।

No comments:

Post a Comment