2.9.11

দৈত্য ও জেলে

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
মর্জি, অনাহার, গোস্তাকি, নসিব, বদনসিব, শ্বেত, আস্থা, জব্বর, বেঈমান, প্রতিজ্ঞা।
উত্তর
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
মর্জি ইচ্ছা
অনাহার উপবাস
গোস্তাকি অপরাধ
নসিব ভাগ্য
বদনসিব মন্দ ভাগ্য
শ্বেত সাদা
আস্থা ভরসা
জব্বর দারুণ
বেঈমান অকৃতজ্ঞ
প্রতিজ্ঞা শপথ
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
জেলে, কায়ক্লেশে, গুজরান, জালা, মোহর।
উত্তর:
প্রদত্ত শব্দ বাক্য রচনা
জেলে জেলেরা মাছ বিক্রি করে সংসার চালায়।
কায়ক্লেশে শ্রমিক-সমাজ কায়ক্লেশে জীবন যাপন করে।
গুজরান করিমন খুব কষ্টে দিন গুজরান করে।
জালা দৈত্যটি জালার মধ্যে বন্দী ছিল।
মোহর সুলেমান বাদশাহ জালার মুখে মোহর খোদাই করে দিয়েছিল।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
(ক) সে প্রতিদিন নদীতে—করে জাল ফেলত।
উত্তর: সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত।
(খ) বলতে বলতে জেলে—বারের মতো জালটা—ছুড়ে মারল।
উত্তর: বলতে বলতে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুড়ে মারল।
(গ) তোমার জন্য—একটা খবর নিয়ে এসেছি।
উত্তর: তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি।
(ঘ) কেন তুমি আমাকে—চাইছ?
উত্তর: কেন তুমি আমাকে মারতে চাইছ?
(ঙ) দৈত্য এবার বলল, তোমার—কী শুনবে?
উত্তর: দৈত্য এবার বলল, তোমার গোস্তাকি কী শুনবে?
প্রশ্ন: ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিল করো
গরিব জেলে
মাটির দাঁত
কাচের খবর
কুণ্ডলী লোকজন
জব্বর বিগড়ে
বাদশাহর জালা
কড়মড় পাকিয়ে
মেজাজ টুকরো
উত্তর:
গরিব জেলে
মাটির জালা
কাচের টুকরো
কুণ্ডলী পাকিয়ে
জব্বর খবর
বাদশাহর লোকজন
কড়মড় দাঁত
মেজাজ বিগড়ে
প্রশ্ন: জেলের সংসার কীভাবে চলত?
উত্তর: আরব্য উপন্যাস ‘আলিফ লায়লা’ থেকে সংগৃহীত ‘দৈত্য ও জেলে’ গল্পের একটি বিশেষ চরিত্র জেলে। নদীর ধারে বাস করা জেলেটি ছিল খুব গরিব। কায়ক্লেশে সে দিন গুজরান করত। সে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বিক্রি করে তার সংসারের খরচ চালাত।

No comments:

Post a Comment