7.8.12

সমাজ: সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও

 সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও

অধ্যায়-০৯
৩। পরিবেশের দূষণের কারণে কী হচ্ছে?
ক. বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে খ. মরুকরণ হচ্ছে
গ. বিশুদ্ধ পানির পরিমাণ কমে যাচ্ছে ঘ. ওপরের সবগুলো
৪। দেশ এবং পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী রাখতে হলে পরিবেশ কীরূপ হতে হবে?
ক. দূষণমুক্ত খ. নির্মল গ. সুন্দর ঘ. সবগুলো।
৫। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোনটির আয়োজন করা হয়?
ক. আলোচনা সভা খ. বিতর্ক প্রতিযোগিতা
গ. রচনা প্রতিযোগিতা ঘ. সবগুলো।
৬। কত সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়?
ক. ২০০৩ খ. ২০০২ গ. ২০০১ ঘ. ২০০০ সালে।

অধ্যায়- ১০
১। কখন জনসংখ্যা বাড়ে?
ক. জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে খ. মৃত্যুহার জন্মহারের চেয়ে কম হলে গ. জন্মাহার ও মৃত্যুহার সমান থাকলে ঘ. ক ও খ
২। নারীর উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
ক. নারী শিক্ষার প্রসার খ. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ
গ. নারীর কর্মসংস্থানের সুযোগ হ্রাস
ঘ. নারীর সামাজিক মর্যাদা হ্রাস।
৩। জনসংখ্যা বৃদ্ধির ফলে জাতীয় জীবনে কোন সমস্যা সৃষ্টি হয়?
ক. বেকার সমস্যা খ. নিম্ন মাথাপিছু আয়
গ. পরিবেশ দূষণ ঘ. সবগুলো
৪। জীবনযাত্রা মানের সঙ্গে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
ক. বস্ত্র খ. বাসস্থান গ. শিক্ষা ঘ. সবগুলো।
৫। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে স্বাক্ষরতার হার কত?
ক. ৫৫.৩ খ. ৪৫.৩ গ.৫৪.৩ ঘ.৩৮.৩
৬। আমাদের দেশে প্রতিবছর প্রায় কত লাখ টন খাদ্য ঘাটতি হয়?
ক. ২৫ লাখ টন খ. ৩৫ লাখ টন
গ. ৮৫ লাখ টন ঘ. ৫৫ লাখ টন
৭। বাংলাদেশে কতজন ব্যক্তির জন্য মাত্র ১ জন যোগ্যতা-সম্পন্ন চিকিৎসক রয়েছেন?
ক. ৫০৪৩ জন খ. ৪৩০৪ জন গ. ৪৪০৩ জন ঘ. ৪০৪৩ জন
৮। বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ২০০১ সালে কমে কত হয়েছে? ক. ০.৩৮ একর খ. ০.৮৩ একর
গ. ০.২৮ একর ঘ. ০.৮২ একর।
৯। সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে কয়টি কারণে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১০। আমাদের দেশে অধিক জন্মহারের কারণ কী?
ক. বাল্যবিবাহ খ. শিক্ষার অভাব
গ. পুত্রসন্তানের প্রত্যাশা ঘ. সবগুলো।

অধ্যায়-১১
১। মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার উত্থান, সমৃদ্ধি ও পতনকাল কোনটি?
ক. খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত
খ. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত
গ. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে ১৪ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত
ঘ. খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে ১৫ শ খ্রিষ্টাব্দ পর্যন্ত
২। সাম্প্রতিক খননকাজের ফলে মহাস্থানগড়ে কতটি নির্মাণস্তর উন্মোচিত হয়েছে?
ক. ১৪টি খ. ১৫টি গ. ১৮টি ঘ. ২৮টি
৩। প্রাচীন প্রাদেশিক রাজধানীর শহরতলির সাক্ষ্য বহন করে কোনটি? ক. বৈরাগীর ভিটা খ. পরশুরামের প্রাসাদ
গ. জিয়ত কুণ্ড ঘ. ওপরের সবগুলো
৪। ময়নামতির কয়টি স্থানে সীমিত পরিসরে খননকাজ হয়েছে? ক. ৯টি খ. ১৯টি গ. ১১টি ঘ. ১৩টি
৫। নিচের কোনটি পাল রাজা ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠিত?
ক. গোবিন্দ ভিটা মন্দির খ. মানকালীর কুণ্ডধাপ
গ. ইটাখোলা মুরা ঘ. সোমপুর মহাবিহার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর:
অধ্যায়-৯ : ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ।
অধ্যায়-১০: ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ।
অধ্যায়-১১: ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ।

No comments:

Post a Comment