13.9.11

সমাজ: অধ্যায়১১

১। প্রশ্ন : সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :
ক. মহাস্থান ব্রাহ্মীলিপিতে ...... এর উল্লেখ আছে।
উত্তর : মহাস্থান ব্রাহ্মীলিপিতে পুণ্ড্রনগর এর উল্লেখ আছে।
খ. ময়নামতি ...... সভ্যতার অন্যতম নিদর্শন।
উত্তর : ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন।
গ. পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ...... মহাবিহার।
উত্তর : পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সোমপুর মহাবিহার।
ঘ. মধ্যযুগে দক্ষিণ-পূর্ব বঙ্গের ...... কেন্দ্র ছিল সোনারগাঁও।
উত্তর : মধ্যযুগে দক্ষিণ-পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও।
ঙ. লালবাগ দুর্গের আরেক নাম ...... কেল্লা।
উত্তর : লালবাগ দুর্গের আরেক নাম আওরঙ্গবাদ কেল্লা।
২। নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ :
ক. মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত। ‘অ’
খ. ময়নামতির বেশিরভাগ প্রত্নসামগ্রী পাওয়া গেছে শালবন বিহারে।     ‘শু’
গ. সত্যপীর ভিটা ধ্বংসাবশেষ পাহাড়পুরে। ‘শু’
ঘ. গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি সোনারগাঁওয়ে।    ‘শু’
ঙ. লালবাগ দুর্গে রয়েছে দরবার হল।    ‘শু’
৩। বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলোর মিল কর :
উত্তর : ক. মহাস্থানগড়ে রয়েছে    - আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজার।
খ. ময়নামতিতে খননকাজ চালিয়ে    - তাম্রশাসন পাওয়া গেছে।
গ. পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শন    - বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়।
 ঘ. সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়েছে    - লোকশিল্প জাদুঘর।
ঙ. পরীবিবির কবর    - মার্বেল পাথর দিয়ে বাঁধানো।
৪। সঠিক উত্তরটি লেখ :
১. কোনটি প্রাচীন বাংলার নগরায়ণের সুস্পষ্ট প্রমাণ?
ক. পাহাড়পুর    খ. পুণ্ড্রনগর    গ. সোনারগাঁও    ঘ. পানাম নগর
উত্তর : পুণ্ড্রনগর।
২। আনন্দ বিহার কোথায় অবস্থিত?
ক. কুমিল্লার ময়নামতিতে     খ. নওগাঁর বদলগাছীতে
গ. নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে    ঘ. ঢাকার লালবাগে
উত্তর : কুমিল্লার ময়নামতিতে।
৩। ১৭৭টি কক্ষ কোথায় অবস্থিত?
ক. শালবন বিহারে    খ. গোবিন্দ ভিটা মন্দিরে গ. সোমপুর বিহারে    ঘ. সরদার বাড়িতে
উত্তর : সোমপুর বিহারে।
৪। কোনটি মধ্যযুগে ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল?
ক. মহাস্থানগড়     খ. ময়নামতি    গ. পাহাড়পুর    ঘ. সোনারগাঁও
উত্তর : সোনারগাঁও।
৫। কারুকাজখচিত প্রাচীন ফটক কোথায় অবস্থিত?
ক. বৈরাগীর ভিটায় খ. লালবাগ কেল্লায় গ. ময়নামতি প্রাসাদ টিলায় ঘ. স্নানঘাটে।
উত্তর : লালবাগ কেল্লায়।

No comments:

Post a Comment