প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের প্রশ্নপত্রে দুই নম্বর প্রশ্নের ‘খ’ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
# শূন্যস্থান পূরণ করো।
প্রশ্ন: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তা হচ্ছে-।
উত্তর: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তাহচ্ছে শতকরা মুনাফার হার।
প্রশ্ন: শতকরা মুনাফার হার = — ।
উত্তর: শতকরা মুনাফার হার =।
প্রশ্ন: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল-টাকা।
উত্তর: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল ১০০ টাকা।
প্রশ্ন: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় — বছর।
উত্তর: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় ১ বছর।
প্রশ্ন: ১ কিমি = — মিটার।
উত্তর: ১ কিমি = ১০০০ মিটার।
প্রশ্ন: — মিটার = ১ ডেকা মিটার।
উত্তর: ১০ মিটার = ১ ডেকা মিটার।
প্রশ্ন: ১ ডেসিমি = — মিটার।
উত্তর: ১ ডেসিমি = .১ মিটার বা ১/১০ মিটার।
প্রশ্ন: ১ মিমি = — মিটার।
উত্তর: ১ মিমি = ১/১০০০ মিটার বা .০০১ মিটার।
প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক —।
উত্তর: দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার।
প্রশ্ন: ১ হেমি = — মিটার। উত্তর: ১ হেমি = ১০০ মিটার।
প্রশ্ন: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = — মিটার।
উত্তর: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = ২৭.৩৬৯ মিটার।
প্রশ্ন: ৭ মিলিমিটার = — কিমি।
উত্তর: ৭ মিলিমিটার = ০.০০০০০৭ কিমি।
প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক — ।
উত্তর: ওজন পরিমাপের মূল একক গ্রাম।
প্রশ্ন: ৭৯৫০০০ গ্রাম = — কুইন্টাল।
উত্তর: ৭৯৫০০০ গ্রাম = ৭.৯৫ কুইন্টাল।
প্রশ্ন: ২৫ কিলোগ্রাম = — সের।
উত্তর: ২৫ কিলোগ্রাম = ২৬.৭৫ সের (প্রায়)।
প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক — ।
উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার।
প্রশ্ন: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির —।
উত্তর: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল।
প্রশ্ন: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট — ব্যবহার করা হয়।
উত্তর: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট একককে ব্যবহার করা হয়।
প্রশ্ন: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল — বর্গমিটার।
উত্তর: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল ১ বর্গমিটার।
প্রশ্ন: — বর্গমিটার = ১ এয়র।
উত্তর: ১০০ বর্গমিটার = ১ এয়র।
প্রশ্ন: অশ্বিন মাস — দিনে। উত্তর: আশ্বিন মাস ৩০ দিনে।
প্রশ্ন: নভেম্বর মাস-দিনে।
উত্তর: নভেম্বর মাস ৩০ দিনে।
প্রশ্ন: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে — বলে।
উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে অধিবর্ষ বলে।
প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস — দিনে হয়।
উত্তর: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।
প্রশ্ন: জিলকদ মাসের পরের মাস —।
উত্তর: জিলকদ মাসের পরের মাস জিলহজ।
প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস —।
উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম।
প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক দশক।
উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।
প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক যুগ।
উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ।
প্রশ্ন: ১৯০১ সাল থেকে — সাল পর্যন্ত এক শতাব্দী।
উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।
প্রশ্ন: ১৮০১ সাল থেকে — ১৯০০ সাল পর্যন্ত শতাব্দী।
উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।
প্রশ্ন: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত — শতাব্দী।
উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী।
প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে — মিনিট।
উত্তর: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে ০টা ২৫ মিনিট।
প্রশ্ন: আয়-ব্যয় লেখা হলো —।
উত্তর:আয়-ব্যয় লেখা হলো জমা খরচ।
প্রশ্ন: সমকোণের পরিমাপ —।
উত্তর: সমকোণের পরিমাপ ৯০০।
প্রশ্ন: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা-।
উত্তর: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম।
# শূন্যস্থান পূরণ করো।
প্রশ্ন: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তা হচ্ছে-।
উত্তর: ১০০ টাকার ওপর ১ বছরে যে মুনাফা ধরা হয় তাহচ্ছে শতকরা মুনাফার হার।
প্রশ্ন: শতকরা মুনাফার হার = — ।
উত্তর: শতকরা মুনাফার হার =।
প্রশ্ন: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল-টাকা।
উত্তর: মুনাফার হার ৫% অর্থ ৫ টাকা মুনাফা হয় ১ বছরে যখন আসল ১০০ টাকা।
প্রশ্ন: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় — বছর।
উত্তর: মুনাফার হার ৪% অর্থ ১০০ টাকায় ৪ টাকা মুনাফা হয় ১ বছর।
প্রশ্ন: ১ কিমি = — মিটার।
উত্তর: ১ কিমি = ১০০০ মিটার।
প্রশ্ন: — মিটার = ১ ডেকা মিটার।
উত্তর: ১০ মিটার = ১ ডেকা মিটার।
প্রশ্ন: ১ ডেসিমি = — মিটার।
উত্তর: ১ ডেসিমি = .১ মিটার বা ১/১০ মিটার।
প্রশ্ন: ১ মিমি = — মিটার।
উত্তর: ১ মিমি = ১/১০০০ মিটার বা .০০১ মিটার।
প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক —।
উত্তর: দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার।
প্রশ্ন: ১ হেমি = — মিটার। উত্তর: ১ হেমি = ১০০ মিটার।
প্রশ্ন: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = — মিটার।
উত্তর: ২৭ মিটার ৩৬ সেমি ৯ মিমি = ২৭.৩৬৯ মিটার।
প্রশ্ন: ৭ মিলিমিটার = — কিমি।
উত্তর: ৭ মিলিমিটার = ০.০০০০০৭ কিমি।
প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক — ।
উত্তর: ওজন পরিমাপের মূল একক গ্রাম।
প্রশ্ন: ৭৯৫০০০ গ্রাম = — কুইন্টাল।
উত্তর: ৭৯৫০০০ গ্রাম = ৭.৯৫ কুইন্টাল।
প্রশ্ন: ২৫ কিলোগ্রাম = — সের।
উত্তর: ২৫ কিলোগ্রাম = ২৬.৭৫ সের (প্রায়)।
প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক — ।
উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার।
প্রশ্ন: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির —।
উত্তর: ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল।
প্রশ্ন: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট — ব্যবহার করা হয়।
উত্তর: ক্ষেত্রফল পরিমাপের জন্য কোনো নির্দিষ্ট একককে ব্যবহার করা হয়।
প্রশ্ন: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল — বর্গমিটার।
উত্তর: বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১ মিটার হলে ক্ষেত্রফল ১ বর্গমিটার।
প্রশ্ন: — বর্গমিটার = ১ এয়র।
উত্তর: ১০০ বর্গমিটার = ১ এয়র।
প্রশ্ন: অশ্বিন মাস — দিনে। উত্তর: আশ্বিন মাস ৩০ দিনে।
প্রশ্ন: নভেম্বর মাস-দিনে।
উত্তর: নভেম্বর মাস ৩০ দিনে।
প্রশ্ন: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে — বলে।
উত্তর: যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় সে বছরকে অধিবর্ষ বলে।
প্রশ্ন: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস — দিনে হয়।
উত্তর: ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।
প্রশ্ন: জিলকদ মাসের পরের মাস —।
উত্তর: জিলকদ মাসের পরের মাস জিলহজ।
প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস —।
উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম।
প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক দশক।
উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক দশক।
প্রশ্ন: ১৯৯১ সাল থেকে — সাল পর্যন্ত এক যুগ।
উত্তর: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এক যুগ।
প্রশ্ন: ১৯০১ সাল থেকে — সাল পর্যন্ত এক শতাব্দী।
উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত এক শতাব্দী।
প্রশ্ন: ১৮০১ সাল থেকে — ১৯০০ সাল পর্যন্ত শতাব্দী।
উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।
প্রশ্ন: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত — শতাব্দী।
উত্তর: ইংরেজি সাল অনুযায়ী ১ সাল থেকে ১০০ সাল পর্যন্ত প্রথম শতাব্দী।
প্রশ্ন: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে — মিনিট।
উত্তর: দেশীয় রীতিতে রাত ১২টা ২৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে ০টা ২৫ মিনিট।
প্রশ্ন: আয়-ব্যয় লেখা হলো —।
উত্তর:আয়-ব্যয় লেখা হলো জমা খরচ।
প্রশ্ন: সমকোণের পরিমাপ —।
উত্তর: সমকোণের পরিমাপ ৯০০।
প্রশ্ন: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা-।
উত্তর: সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম।
No comments:
Post a Comment