10.7.12

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—সম্পর্কে আলোচনা করছি।
এখানে তোমাদের জন্য আলাদাভাবে উত্তর দেওয়া হলো। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে নেবে।
অধ্যায়-০১ \ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড
১. আমাদের বসবাসের জায়গাটি হতে পারে—
ক. উপশহর খ. শহর
গ. গ্রাম ঘ. সবগুলো
২. শহর নিজ এলাকা বলতে বোঝায়—
ক. পাড়া খ. মহল্লা
গ. ওয়ার্ড ঘ. সবগুলো
৩. সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজন—
ক. বৃহৎ অট্টালিকা খ. বিলাসবহুল গাড়ি
গ. সুন্দর পরিবেশ ঘ. গাছের ছায়া
৪. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড
৫. আর্সেনিক নামক বিষাক্ত পদার্থটি কোথায় থাকে?
ক. সমুদ্রের পানিতে খ. মাটির নিচে
গ. বায়ুমণ্ডলে ঘ. বোলতার হুলে
৬. আর্সেনিকযুক্ত নলকূপগুলো কোনো রং দ্বারা চিহ্নিত করা হয়?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. নীল
৭. কোন সংস্থা আর্সেনিকযুক্ত নলকূপ চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে?
ক. ঢাকা স্টক এক্সচেঞ্জ খ. স্বাস্থ্য অধিদপ্তর
গ. বিভিন্ন বেসরকারি সংস্থা ঘ. খ ও গ
৮. কোন পানি নিরাপদ?
ক. পুকুরের পানি খ. নদ-নদীর পানি
গ. খাল-বিলের পানি ঘ. গভীর নলকূপের পানি
৯. কোনটির মাধ্যমে মশা-মাছি নিধন করা যায়?
ক. পুকুরের কচুরিপানা পরিষ্কার করে
খ. ঝোপঝাড় পরিষ্কার করে
গ. ড্রেনের ময়লা পরিষ্কার করে
ঘ. ওপরের সবগুলো মাধ্যমে
অধ্যায়-০২ \ সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ
১. কোনটি আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন?
ক. পরিবার খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. সমবায় সমিতি
২. আমাদের এলাকার খোলা মাঠ, পার্ক ইত্যাদি কোন ধরনের সম্পদ?
ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ
গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ
৩. নিচের কোনটি ব্যক্তিগত সম্পদ হিসেবে ধরা হয়?
ক. বাড়ি খ. গাড়ি
গ. জমিজামা ঘ. সবগুলো
৪. সম্পদের মালিকের অধিকার কোনটি?
ক. সম্পদের ব্যবহার খ. রক্ষণাবেক্ষণ
গ. সম্পদের হস্তান্তর ঘ. সবগুলো
৫. আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে কোনটি?
ক. গল্পের বই খ. পত্রপত্রিকা
গ. প্রবন্ধ ও অন্যান্য বই ঘ. সবগুলো
৬. ব্যক্তি ও পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই—
ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ
গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ উভয়ই
৭. আমাদের উপকারী বন্ধু কোনটি?
ক. বই খ. টেলিভিশন
গ. ডিশ অ্যান্টেনা ঘ. পত্রপত্রিকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর:
অধ্যায়-১: ১। ঘ ২। ঘ ৩। গ ৪। ক ৫। খ ৬। ক ৭। ঘ ৮। ঘ ৯। ঘ।
অধ্যায়-২: ১। গ ২। ঘ ৩। ঘ ৪। ঘ ৫। ঘ ৬। ঘ ৭। ক।


অধ্যায়-৩: সামাজিক গুণাবলি ও মূল্যবোধ
১. সামাজিক মূল্যবোধের ভিত্তিতে কোনটি গড়ে ওঠে?
ক. একটি জাতির সভ্যতা
খ. একটি জাতির সংস্কৃতি
গ. একটি জাতির ঐতিহ্য ঘ. সবগুলো
২. ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি কোনটি?
ক. একতা খ. সংঘবদ্ধতা
গ. সহযোগিতা ঘ. সবগুলো
৩. সমাজের কাজের জন্য আমরা কোনটি গড়ে তুলি?
ক. পাঠাগার খ. ব্যায়ামাগার
গ. ফুটবল ক্লাব ঘ. সবগুলো
৪. আমাদের সবার দায়িত্ব—
ক. গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা
খ. সবার সাথে ঝগড়া-বিবাদ করা
গ. ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা
ঘ. শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা
৫. সদাচরণ কী?
ক. সময়ের কাজ সময়ে করা খ. সদা সত্য কথা বলা
গ. সবার সঙ্গে ভালো আচরণ করা
ঘ. ওপরের কোনোটিই নয়
৬. পরিবারে বাস করতে হলে—
ক. পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়
খ. পরিবারের সবার সঙ্গে সদাচরণ করতে হয়
গ. পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করতে হয়
ঘ. সবগুলো

অধ্যায়-৪ : শ্রমের গুরুত্ব
১. ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে কোন মশার জন্ম হয়?
ক. এনোফিলিস খ. এডিস
গ. কিউলেক্স ঘ. কোনোটিই নয়
২. শ্রমজীবী কে?
ক. ফসল উৎপাদনকারী খ. কুলি
গ. রিকশাচালক ঘ. ওপরের সবাই
৩. বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য—
ক. বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে
খ. আসবাবপত্র মুছতে হবে
গ. নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হয় ঘ. ওপরের সবগুলো
৪. আসবাবপত্র বানান কে?
ক. কাঠমিস্ত্রি খ. রাজমিস্ত্রি গ. দরজি ঘ. জেলে
৫. দা, ছুরি, কাঁচি, কুড়াল বানায় কে?
ক. কুমোর খ. জেলে গ. চাষি ঘ. কামার
৬. আমাদের আমিষের চাহিদা জোগায় কে?
ক. তাঁতি খ. কৃষক গ. জেলে ঘ. কাঠমিস্ত্রি
৭. আমাদের দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে কোন খাত থেকে?
ক. কৃষিপণ্য থেকে খ. গার্মেন্টস থেকে
গ. প্রাকৃতিক গ্যাস থেকে ঘ. খনিজ তৈল থাকে
৮. বিদ্যালয় অপরিষ্কার থাকলে কী হয়?
ক. স্বাস্থ্যের ক্ষতি হয় খ. মেজাজ ভালো থাকে
গ. শিক্ষকেরা খুশি হন ঘ. বিদ্যালয় সুন্দর দেখায়
৯. আমরা বিদ্যালয়ে কেন যাই?
ক. লেখাপড়া করার জন্য খ. আড্ডা দেওয়ার জন্য
গ. দাওয়াত খাওয়ার জন্য ঘ. সময় কাটানোর জন্য
১০. লেখাপড়ার পাশাপাশি মা-বাবাকে নানা কাজে সাহায্য করলে—
ক. পরিবারের কাজ সহজ হয়
খ. বাড়ির পরিবেশ সুন্দর থাকে
গ. পরিবারের উন্নতি ঘটে ঘ. সবগুলো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর:
অধ্যায়-৩: ১. ঘ, ২.ঘ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ।
অধ্যায়-৪: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০.ঘ।


অধ্যায়-৫: মানবাধিকার
১। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কোনটির বিকল্প নেই?
ক. বিলাসবহুল গাড়ি খ. দামি গাড়ি
গ. মানবাধিকার ঘ. গুরুপাক খাদ্য।
২। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল কোনটি?
ক. সংবিধান খ. প্রাক্তন রাষ্ট্রপতির আদেশনামা
গ. মুক্তিযুদ্ধের ইতিহাস ঘ. জাতিসংঘের আদেশনামা
৩। আমরা কোথা থেকে মানবাধিকার পাই?
ক. পরিবার খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. ওপরের সবগুলো
৪। নিচের কোনটি আমাদের অধিকার?
ক. স্বাধীনভাবে চলাচল করা খ. নিজ নিজ ধর্ম পালন করা
গ. বিপদে পড়লে নিরাপত্তা লাভ করা ঘ. সবগুলো
৫। কোনটি মানবাধিকারের আওতায় পড়ে না?
ক. কাউকে নির্যাতন ও অত্যাচার করা
খ. যে কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা গ. মৌলিক অধিকার না দেওয়া ঘ. ওপরের সবগুলো
৬। মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোথায় ঘোষিত হয়?
ক) সার্ক সম্মেলনে খ. জাতিসংঘের সাধারণ পরিষদে গ. ইউনিসেফে ঘ. ইউনেসকোতে
৭। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করলে—
ক. মানবাধিকার লঙ্ঘিত হয় খ. মানবাধিকার লঙ্ঘিত হয় না গ. তার গ্রেপ্তার হওয়া থেকে অন্যরা শিক্ষা লাভ করতে পারে ঘ. কোনোটিই নয়।
৮। শিশুশ্রমিকদের ক্ষেত্রে কোন ঘটনা ঘটে?
ক. লেখাপড়ার সুযোগ পায় না
খ. ঠিকভাবে মজুরি পায় না
গ. শারীরিক নির্যাতনের শিকার হয় ঘ. সবগুলো।
৯। ছোট ছেলেশিশুদের পাচার করে সাধারণত কোথায় পাঠানো হয়?
ক. ইউরোপের উন্নত দেশে খ. মধ্যপ্রাচ্যের দেশে
গ. মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ. জাপানে
১০। শিশু ও নারীর অধিকার রক্ষার জন্য সরকার নিচের কোনটি প্রণয়ন করেছে?
ক. শিশু অধিকার আইন খ. নারী ও শিশু নির্যাতন আইন
গ. ক ও খ উভয়ই ঘ. কোনো আইন প্রণয়ন করেনি।
অধ্যায়-৬: পরমতসহিষ্ণুতা
১। কোন ধর্ম শান্তির শাশ্বত বাণী প্রচার করে?
ক. হিন্দু ধর্ম খ. ইসলাম ধর্ম গ. বৌদ্ধ ধর্ম ঘ. সবগুলো
২। গণতন্ত্রের অর্থ কী?
ক. রাষ্ট্রপতির শাসন খ. জনগণের শাসন
গ. একনায়কের শাসন ঘ. কোনোটি নয়।
৩। বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন কে?
ক. প্রধান শিক্ষক খ. ক্লাস ক্যাপ্টেন
গ. সহকারী শিক্ষক ঘ. রাজনৈতিক নেতা
৪। নেতৃত্বের গুণাবলি মানুষ কোথা থেকে অর্জন করে?
ক. জন্মসূত্রে খ. পরিবেশ থেকে
গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়।
৫। নেতা কী করেন?
ক. বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তোলেন
খ. সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দেন
গ. সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন ঘ. ওপরের সবগুলো।
৬। নিচের কোন গুণটি নেতার থাকা আবশ্যক?
ক. সবার সঙ্গে মিশতে পারা খ. স্পষ্ট ও সুন্দর করে কথা বলা গ. নিজের দোষ স্বীকার করা ঘ. ওপরের সবগুলো
৭। কীভাবে নেতার গুণাবলি বিকাশ লাভ করে?
ক. প্রশিক্ষণের মাধ্যমে খ. অনুশীলনের মাধ্যমে
গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ
৮। নেতা কীভাবে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন?
ক. নিজের যোগ্যতা দিয়ে খ. নিজের দক্ষতা দিয়ে
গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর:
অধ্যায়-৫ : ১. গ ২. ক ৩. ঘ ৪.ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ।
অধ্যায়-৬: ১. ঘ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬.ঘ ৭. ঘ ৮. ঘ।

ধ্যায় ০৭: নাগরিকের অধিকার ও কর্তব্য
১। নাগরিক কারা?
ক. যারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকে
খ. যারা রাষ্ট্রের কল্যাণ কামনা করে
গ. যারা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে
ঘ. সবগুলো।
২। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা প্রধানত কত ধরনের মৌলিক অধিকার ভোগ করি?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের।
৩। জীবন রক্ষার অধিকার কোন ধরনের অধিকার?
ক. অর্থনৈতিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. গণতান্ত্রিক অধিকার।
৪। নিচের কোনটি অর্থনৈতিক অধিকার?
ক. চাকরি করা খ. ব্যবসা করা
গ. রিকশা চালানো ঘ. ওপরের সবগুলো।
৫। সুনাগরিক হতে হলে কোন গুণটি থাকতে হবে?
ক. বুদ্ধি খ. বিবেক গ. আত্মসংযম ঘ. সবগুলো।
৬। আঞ্চলিক নির্বাচনে আমরা কাকে নির্বাচিত করি?
ক. পৌরসভার চেয়ারম্যান খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি ঘ. প্রধান বিচারপতি।
৭। কত বছর বয়সে আমরা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার লাভ করি?
ক. ২৮ বছর খ. ২৪ বছর গ. ১৮ বছর ঘ. ২১ বছর।

অধ্যায় ০৮: বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ
১। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের বিষয়?
ক. মালভূমি খ. জনবসতি গ. ভাষা ঘ. খাদ্য।
২। মিঠা পানির মাছ কোনটি?
ক. ভারতীয় স্যামন মাছ খ. লৈটা মাছ
গ. বাটা মাছ ঘ. রূপচাঁদা মাছ।
৩। সিলিকা বালি কোথায় পাওয়া যায়?
ক. সিলেট অঞ্চলে খ. ময়মনসিংহে
গ. কুমিল্লায় ঘ. সবকটি অঞ্চলে।
৪। পাহাড়ি বনভূমির প্রধান বৃক্ষ কোনটি?
ক. গর্জন খ. শাল বা গজারি
গ. সুন্দরী ও গেওয়া ঘ. নাগেশ্বর।
৫। নিচের কোনটি পত্রপতনশীল বৃক্ষ নয়?
ক. চাপালিশ খ. ময়না গ. মেহগনি ঘ. সবগুলো
৬। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোনটি?
ক. পাহাড়ি বনভূমি খ. শালবৃক্ষের বনভূমি
গ. সুন্দরবন ঘ. ভাওয়ালের গড়।
৭। নিচের কোনটি সামুদ্রিক মাছ?
ক. বোয়াল খ. শোল গ. ছুরিমাছ ঘ. চিংড়ি।

অধ্যায় ০৯ : পরিবেশ সংরক্ষণ
১। সামাজিক পরিবেশগত সমস্যা কোনটি?
ক. পানি দূষণ খ. তাপমাত্র বৃদ্ধি
গ. মরুকরণ ঘ. ঘনবসতি।
২। কোনটি প্রাকৃতিক পরিবেশগত সমস্যা?
ক. বিশুদ্ধ খাবার পানির অভাব
খ. প্রাকৃতিক সম্পদের পরিমাণ হ্রাস।

সঠিক উত্তর:
অধ্যায়-৭ : ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ।
অধ্যায়-৮: ১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ।
অধ্যায়-৯: ১. ঘ ২. খ।

No comments:

Post a Comment