10.7.12

যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী



২০১২ সালের  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ের প্রশ্নপত্রে শতকরা ১০ ভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে, বাকি ৯০ ভাগ প্রশ্ন গতানুগতিক পদ্ধতিতে প্রণয়ন করা হবে। আজ যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা হলো :
একজন শিক্ষার্থী তার শিক্ষাক্রম থেকে বিভিন্ন শিখন যোগ্যতা অর্জন করে। এই অর্জিত যোগ্যতাগুলো মূল্যায়নের জন্য প্রশ্নই যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন দুই ধরনের:
১. Multiple Choice Question (MCQ) Test Items (বহুনির্বাচনি প্রশ্ন)
২. Short Structured Question (SSQ) ( ছোট ছোট বাক্যে প্রশ্ন)
শিক্ষার্থীদের শিখনযোগ্যতার ধাপ চারটি। যথা—
১. Knowledge বা জ্ঞান: পাঠ্যাংশের সরাসরি তথ্য।
২. Comprehension বা উপলব্ধি: পাঠ্যাংশ থেকে অর্জিত জ্ঞানের আলোকে কোনো বিষয় বুঝতে পারা।
৩.  Application বা প্রয়োগ: পাঠ্যাংশ থেকে অর্জিত জ্ঞান ও উপলব্ধির বাস্তব ক্ষেত্রে ব্যবহার।
৪. Higher order thinking বা উচ্চতর দক্ষতা: অর্জিত জ্ঞান ও উপলব্ধির সাথে নিজের চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো বিষয় ব্যাখ্যা-বিশ্লেষণ করা।
MCQ এবং SSQ উভয়ই কোনো না কোনো Stem বা উদ্দীপকের উপর ভিত্তি করে হয়। এই Stem হতে পারে একটি বাক্য অথবা একটি অনুচ্ছেদ (Paragraph)এমনকি একটি প্রশ্নও হতে পারে।
প্রতিটি MCQ Test Item-এর জন্য উত্তরের চারটি বিকল্প থাকবে। একটি SSQ Test Item-এ দুটি বা তিনটি ধাপ থাকতে পারে। এই ধাপগুলো হবে চারটি শিখনযোগ্যতার আলোকে

No comments:

Post a Comment