17.7.12

মডেল টেস্ট-৪

পরিবেশ পরিচিতি বিজ্ঞান
সময়: ২ ঘণ্টা পূর্ণমান: ১০০
১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ১×১০=১০
(ক) কোনটি মৌলিক পদার্থ?
চিনি/ পানি/ নিয়ন/ লবণ
(খ) কোন ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না?
পাহাড়ে ওঠার সময়/ পাহাড় থেকে নামার সময়/ স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়/ রিকশা চালানোর সময়
(গ) কোনটি স্বচ্ছ পদার্থ?
অপরিষ্কার পানি/ কাঠ/ তেলে ভেজা কাগজ/ বায়ু
(ঘ) একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি কোন দিক বরাবর অবস্থান নেবে?
পূর্ব-পশ্চিম/ উত্তর-দক্ষিণ/ পূর্ব-দক্ষিণ/ উত্তর-পশ্চিম
(ঙ) বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?
সমুদ্রপৃষ্ঠে/ ভূপৃষ্ঠে/ ঊর্ধ্বাকাশে/ পাহাড়ের চূড়ায়
(চ) বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?
থার্মোমিটার/ ল্যাকটোমিটার/ স্পিডোমিটার/ ব্যারোমিটার
(ছ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
কমে যায়/ বেড়ে যায়/ স্থির থাকে/ শূন্য হয়
(জ) চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত?
গৃহ/ নক্ষত্র/ জ্যোতিষ্ক/ নীহারিকা
(ঝ) পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?
পূর্ব থেকে পশ্চিম/ পশ্চিম থেকে পূর্বে/ উত্তর থেকে দক্ষিণে/ দক্ষিণ থেকে উত্তরে
(ঙ) কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে সে জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
বর্জ্য পোড়ানো/ বর্জ্য মাটিতে পোঁতা/ বর্জ্য পরিশোধন/ বর্জ্য জমিয়ে রাখা।
২। নিচের বাক্যগুলো খাতায় তুলে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
ক. পৃথিবীর জনসংখ্যা — চলছে।
খ. বর্জ্য কাগজ — স্থানে ফেলতে হবে।
গ. অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু — এর তন্তু।
ঘ. যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম — ।
ঙ. মেরু অঞ্চলে প্রায় নয় মাস — ঢাকা থাকে।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো। ২×৫=১০
ক) ব্যারোমিটারের সাহায্যে সহজেই বৃষ্টির পরিমাণ জানা যায়।
খ) জলবায়ুর পরিবর্তন দিনে দিনে ঘটতে পারে।
গ) ডায়নামো থেকে বিদ্যুৎ পাওয়া যায়।
ঘ) গঠন অনুসারে পদার্থ তিন প্রকার।
ঙ) খেলনা গাড়িতে চাবি দিলে তাতে স্থিতি শক্তি জমা হয়।
৪। বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে খাতায় লেখো।

৫। সংক্ষিপ্ত উত্তর দাও: (যেকোনো ১০টি)। ৩×১০=৩০
(ক) ধাতুর বৈশিষ্ট্য কী কী?
(খ) যৌগিক পদার্থ কাকে বলে?
(গ) গতিশক্তি কাকে বলে?
(ঘ) তাপ প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয়?
(ঙ) বায়ু কেন একটি পদার্থ?
(চ) বায়ুমণ্ডল কাকে বলে?
(ছ) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
(জ) দিন ও রাত কেন হয়?
(ঝ) তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে তিনটি আধুনিক প্রযুক্তির নাম লেখো।
(ঞ) ল্যান্ড টেলিফোন এবং মোবাইল ফোনের মাঝে পার্থক্য কী?
(ট) কোন কোন জিনিস মাটি দূষণের জন্য দায়ী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২
(ক) পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?
(খ) বর্জ্যের পূর্ণব্যবহার কীভাবে পরিবেশ দূষণমুক্ত রাখে ব্যাখ্যা করো।
(গ) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা করো।
(ঘ) আলো যে সরল রেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো। (ঙ) সূর্যতাপ কীভাবে বায়ুচাপের তারতম্য ঘটায়?

No comments:

Post a Comment