পরিবেশ পরিচিতি সমাজ
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও: ১×১০=১০
১.১. গাছপালা লাগানো ও পরিচর্যার জন্য আমরা এলাকাবাসী কোন কর্মসূচি গ্রহণ করতে পারি?
ক. পারিবারিক সম্পদের ব্যবহার খ. সামাজিক বনায়ন কর্মসূচি গ. বাড়িঘর নির্মাণ কর্মসূচি ঘ. রাস্তাঘাট নির্মাণ কর্মসূচি।
১.২. কোন ধরনের সম্পদের ব্যবহার নিশ্চিত করার মধ্যেই রয়েছে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন?
ক. সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ খ. বিদেশি সম্পদ
গ. পারিবারিক ও আত্মীয়স্বজনের সম্পদ ঘ. প্রতিবেশীর সম্পদ।
১.৩. পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ব্যক্তিগত প্রতিষ্ঠান খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঘ. প্রাথমিক প্রতিষ্ঠান।
১.৪. সামাজিক মূল্যবোধ মানুষকে কী শিক্ষা দেয়?
ক. সদাচরণ খ. একতা গ. সংঘবদ্ধতা ঘ. সহযোগিতা।
১.৫. ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ কবে ঘোষিত হয়?
ক. ১২ জুন ১৯৪০ খ. ৮ মার্চ ১৯৪৮
গ. ১০ ডিসেম্বর ১৯৪৮ ঘ. ১০ জুন ১৯৪৮ সাল
১.৬. গণতন্ত্রের অর্থ কী?
ক. পারিবারিক শাসন খ. আমলাদের শাসন
গ. কতিপয় ব্যক্তির শাসন ঘ. জনগণের শাসন।
১.৭. দেশের রাজনীতি ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগকে বলা হয়—
ক. অর্থনৈতিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. পারিবারিক অধিকার।
১.৮. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
ক. ৫ জুন খ. ৮ জুন গ. ৭ জুন ঘ. ১০ জুন
১.৯. ১৪ ডিসেম্বরকে আমরা কী দিবস হিসেবে পালন করি?
ক. স্বাধীনতা দিবস খ. বিজয় দিবস
গ. শহীদ বুদ্ধিজীবী দিবস ঘ. ভাষা দিবস।
১.১০. ইউনিসেফ কাদের জন্য কাজ করে?
ক. সবার জন্য খ. নারীদের জন্য গ. শিশুদের জন্য ঘ. পুরুষদের জন্য।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো: ২×৫=১০
ক. মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় —।
খ. পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের — বাড়ছে।
গ. ময়নামতি — সভ্যতার অন্যতম নিদর্শন।
ঘ. ছিয়াত্তরের মন্বন্তর বলা হয় বাংলা — সনে।
ঙ. পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় —।
৩। নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ: ২×৫=১০
ক. বঙ্গবন্ধু সেতু ব্যক্তিগত সম্পদ।
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজের বিধবা বিবাহ প্রথা চালু করেন।
গ. খাসিয়া উপজাতিরা ময়মনসিংহ ও রাঙামাটি এলাকায় বাস করে।
ঘ. কেনিয়ার অধিকাংশ মানুষ মুসলমান।
ঙ. জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।
৪. বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো: ২×৪=৮
ক. বই মানুষের উপকারী পিতৃতান্ত্রিক
খ. বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস বন্ধু
গ. ইবনে বতুতা সোনারগাঁ আসেন ১২ জুন
ঘ. মনিপুরি সমাজ ৫ জুন
৫। সংক্ষেপে উত্তর দাও: (যেকোনো ১০টি) ৩×১০=৩০
ক. বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
খ. সময়ানুবর্তিতা কাকে বলে?
গ. নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?
ঘ.পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কী ক্ষতি হয়?
ঙ. সোনারগাঁয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উল্লেখ করো।
চ. হোসেনশাহী আমলকে বাংলার মুসলমান শাসনের ‘স্বর্ণযুগ’ বলা হয় কেন?
ছ. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?
জ. ‘লাহোর প্রস্তাব’-এর মূল বক্তব্য কী?
ঝ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন?
ঞ. গারোরা কোথায় কোথায় বসবাস করে?
ট. কেনিয়ার পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা করো।
ঠ. আন্তর্জাতিক আদালতে কিসের বিচার হয়?
৬। নিচের প্রশ্নের উত্তর দাও (যেকোনো ৪টি) ৪×৮=৩২
ক. মানবাধিকার কী? জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী? ৩+৫=৮
খ. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী? বাংলাদেশের মাছের ক্ষেত্রগুলো বর্ণনা করো। ২+৬=৮
গ. পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা কেন? আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কী? ৩+৫=৮
ঘ. মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক বাহিনীর ভূমিকা লেখো। পঁচিশে মার্চের কালরাতে হানাদর বাহিনীর নৃশংসতার বিবরণ দাও। ৩+৫=৮
ঙ. জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী? জাতিসংঘের সংস্থাগুলো ব্যাখ্যা করো। ২+৬=৮
চ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের দিকনির্দেশক ছিলেন? বিপদগ্রস্ত মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন? ৩+৫=৮
No comments:
Post a Comment