8.6.12

বিজ্ঞান: অধ্যায়-৮

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।

 শূন্যস্থান পূরণ।
প্রশ্ন: পদার্থ — , — ও — এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।
উত্তর: পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।
প্রশ্ন: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: — ও — ।
উত্তর: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ।
প্রশ্ন: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা — টি।
উত্তর: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।
প্রশ্ন: — পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।
উত্তর: মৌলিক পদার্থ একই ধরনের পরমাণু দিয়ে তৈরি।
প্রশ্ন: — পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।
উত্তর: যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি।
প্রশ্ন: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে — গঠন করে।
উত্তর: একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে।
প্রশ্ন: —পদার্থের মূল গঠন উপাদান।
উত্তর: পরমাণু পদার্থের মূল গঠন উপাদান।
প্রশ্ন: — নমনীয়তা গুণ রয়েছে।
উত্তর: ধাতুর নমনীয়তা গুণ রয়েছে।
প্রশ্ন: অধাতুর তাপ ও বিদ্যুৎ — কম।
উত্তর: অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কম।
প্রশ্ন: প্রকৃতিতে — টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
উত্তর: প্রকৃতিতে ৯২টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
প্রশ্ন: পানির একটি অণুতে — টি অক্সিজেন ও — টি হাইড্রোজেন পরমাণু আছে।
উত্তর: পানির একটি অণুতে ১টি অক্সিজেন ও ২টি হাইড্রোজেন পরমাণু আছে।
প্রশ্ন: গ্যাসের নির্দিষ্ট — ও — নেই।
উত্তর: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
প্রশ্ন: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।
উত্তর: ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
প্রশ্ন: প্রতিটি চিনির অণুতে ১২টি —, ২২টি — এবং ১১টি — পরমাণু থাকে।
উত্তর: প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন, ও ১১টি অক্সিজেন পরমাণু থাকে।
প্রশ্ন: বায়ুর মিশ্রণ — মিশ্রণ, — মিশ্রণ নয়।
উত্তর: বায়ুর মিশ্রণ সাধারণ মিশ্রণ, রাসায়নিক মিশ্রণ নয়।
 সঠিক উত্তরটি খাতায় লেখো।
প্রশ্ন: কোনটি পদার্থ নয়?
ক. অক্সিজেন খ. পানি গ. নাইট্রোজেন ঘ. আলো
উত্তর: ঘ. আলো।
প্রশ্ন: কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি খ. পানি গ. নিয়ন ঘ. লবন
উত্তর: গ. নিয়ন
প্রশ্ন: অ্যামোনিয়ার একটি অণু কী কী দিয়ে তৈরি?
ক. ১টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।
খ. ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।
গ. ২টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।
ঘ. ২টি ক্লোরিন পরমাণু ও ২টি সোডিয়াম পরমাণু।
উত্তর: (খ) ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।
 সঠিক উত্তরটি খাতায় লেখো।
প্রশ্ন: পানির একটি অণু কী কী দিয়ে তৈরি?
(ক) ১টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।
(খ) ২টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।
(গ) ১টি হাইড্রোজেন পরমাণুও ও ২টি অক্সিজেন পরমাণু।
(ঘ) ২টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু।
উত্তর: (খ) ২টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।
প্রশ্ন: কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
(ক) ঘনত্ব কম (খ) তাপ ও বিদ্যুৎ পরিবাহিত বেশি 
(গ) নমনীয়তা বেশি (ঘ) চাকচিক্য বেশি।
উত্তর: (ক) ঘনত্ব কম
প্রশ্ন: কোনটি মৌলিক পদার্থ?
(ক) তামা (খ) কেরোসিন (গ) লবণ (ঘ) ইউরিয়া
উত্তর: (ক) তামা।
প্রশ্ন: বর্তমানে মোট মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
(ক) ১০০টি (খ) ১০৫টি (গ) ১০৯টি (ঘ) ১১১টি
উত্তর: (ঘ) ১১১টি।
প্রশ্ন: প্রাকৃতিক কতটি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া 
(ক) ১১টি (খ) ১০৫টি (গ) ৯২টি (ঘ) ১০০টি
উত্তর: (গ) ৯২টি।
প্রশ্ন: গঠন অনুসারে পদার্থ কত প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) এক প্রকার 
উত্তর: (ক) দুই প্রকার।
প্রশ্ন: কোনটি যৌগিক পদার্থ?
(ক) কার্বন (খ) লোহা (গ) বরফ (ঘ) গন্ধক
উত্তর: (গ) বরফ।
প্রশ্ন: কোন গ্যাসের এক একটি পরমাণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে?
(ক) অক্সিজেন (খ) আর্গন (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন
উত্তর: (খ) আর্গন।
প্রশ্ন: নিয়নের অণুতে পরমাণু আছে—
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি উত্তর: একটি।
প্রশ্ন: কোন মৌলিক পদার্থটি এক পরমাণুবিশিষ্ট অণু গঠন করে?
(ক) কার্বন (খ) নিয়ন (গ) অক্সিজেন (ঘ) হাইড্রোজেন
উত্তর: (খ) নিয়ন।
প্রশ্ন: কোনটি ধাতু?
(ক) অ্যালুমিনিয়াম (খ) কার্বন (গ) গন্ধক (ঘ) আয়োডিন।
উত্তর: (ক) অ্যালুমিনিয়াম।
প্রশ্ন: কোনটি অধাতু?
(ক) সোনা (খ) পিতল (গ) কার্বন (ঘ) লোহা উত্তর: (গ) কার্বন।
প্রশ্ন: কোনটি অধাতু?
(ক) পারদ (খ) রুপা (গ) সোনা (ঘ) তামা উত্তর: (ক) পারদ
প্রশ্ন: কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল রূপ দেখা যায়?
(ক) ক্লোরিন (খ) আয়োডিন (গ) নাইট্রোজেন (ঘ) গন্ধক 
উত্তর: (ক) ক্লোরিন।
প্রশ্ন: ধাতুর বৈশিষ্ট্য কোনটি?
(ক) ঘষলে চকচক করে (খ) গ্যাসীয় অবস্থায় থাকে 
(গ) নমনীয়তা গুণ নেই (ঘ) সহজে ভেঙে যায়।
উত্তর: (ক) ঘষলে চকচক করে।
 নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো। যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয় তার ডান পাশে ‘ভুল’ লেখো।
১। পানি একটি মৌলিক পদার্থ। — ভুল
২। বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি। — শুদ্ধ
৩। অধাতু তাপ সুপরিবাহী। — ভুল
৪। সাধারণ তাপমাত্রায় অধিকাংশ অধাতুকে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। — শুদ্ধ
৫। ব্রোমিন অধাতুকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয় যায়। — শুদ্ধ
৬। অধাতুর মধ্য দিয়ে সহজে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে। — ভুল
৭। বিদ্যুৎ সরবরাহের লাইনে তামার তার ব্যবহার করা হয়। — শুদ্ধ
৮। ধাতুকে পিটালে ফেটে যায়। — ভুল
৯। দুই বা দুই এর অধিক পরমাণু দিয়ে যৌগিক পদার্থ তৈরি হয়। — শুদ্ধ
১০। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অনু। — ভুল
১১। কঠিন পদার্থের অণুগুলো একে অন্যকে আকর্ষণ করে না। — ভুল
১২। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। — শুদ্ধ
১৩। লোহা যৌগিক পদার্থ নয়। — শুদ্ধ
১৪। নিয়নের অণুতে একটি মাত্র পরমাণু আছে। — শুদ্ধ
১৫। ‘চক’ কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে পাওয়া যায় হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন। — ভুল
১৬। আর্গন নিয়ন ইত্যাদি মৌলিক পদার্থ। — শুদ্ধ
১৭। উত্তপ্ত করলে অধাতুর তুলনায় ধাতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। — শুদ্ধ
১৮। গ্যাসকে কোনো পাত্রে রাখা যায় না। — ভুল
১৯। চুম্বক লোহা ও লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। — শুদ্ধ
২০। দুটি হাইড্রোজেন ও দুটি অক্সিজেন পরমাণু দিয়ে পানি গঠিত হয়। — ভুল
২১। নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন ইত্যাদি গ্যাসের মিশ্রণে বায়ুর সৃষ্টি হয়। — শুদ্ধ
২২। কঠিন অবস্থায় অণুর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। — শুদ্ধ
২৩। পরমাণু খালি চোখে দেখা যায়। — ভুল
২৪। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে। — ভুল
২৫। আর্গন, নিয়ন এগুলো নিষ্ক্রিয় গ্যাস। — শুদ্ধ
২৬। একটি চিনির অণু = ১২টি কার্বন পরমাণু + ২২টি হাইড্রোজেন পরমাণু + ১১টি অক্সিজেন পরমাণু। — শুদ্ধ
২৭। একটি অ্যামোনিয়ার অনু = একটি নাইট্রোজেন পরমাণু + তিনটি হাইড্রোজেন পরমাণু। — শুদ্ধ
২৮। তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়। — শুদ্ধ 
২৯। তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। — শুদ্ধ
৩০। অক্সিজেন ও হাইড্রোজেনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। — শুদ্ধ
৩১। কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ। — ভুল
৩২। আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো। — শুদ্ধ
 সংক্ষেপে উত্তর দাও 
প্রশ্ন: পরমাণু কী?
উত্তর: মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সাধারণত মুক্ত অবস্থায় থাকতে পারে না তবে বিক্রিয়ায় অংশ নেয়, তাকে পরমাণু বলে। পরমাণু পদার্থের মূল গঠন উপাদান। যেমন: তামার পরমাণু, লোহার পরমাণু। 
প্রশ্ন: অণু কী?
উত্তর: একই মৌলিক পদার্থের বা একাধিক মৌলের কিছু পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে অপেক্ষাকৃত বড় কণার সৃষ্টি করে এবং যে কণাগুলো প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করে তাদের অণু বলে।
যেমন: পানির অণু, চিনির অণু।
প্রশ্ন: ধাতুর বৈশিষ্ট্য কী কী?
উত্তর: ধাতুর বৈশিষ্টগুলো নিম্নরূপ
# ধাতুকে ঘষলে তা চকচক করে।
# ধাতুকে পিটালে ফেটে যায় না, পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা যায়, যেমন: অ্যালুমিনিয়াম দিয়ে থালা-বাটি তৈরি করা যায়।
# ধাতুর মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে।
# ধাতুর ঘনত্ব বেশি হওয়ায় অধাতুর তুলনায় ভর বেশি হয়। 
# সাধারণ তাপমাত্রায় অধিকাংশ ধাতু কঠিন অবস্থায় দেখা যায়। 
প্রশ্ন: মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। লোহা, তামা, অক্সিজেন, আয়োডিন, সোনা, রুপা ইত্যাদি মৌলিক পদার্থের উদাহরণ।
প্রশ্ন: যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর: যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: লবণ, পানি, চিনি, কেরোসিন, সাবান ইত্যাদি। 
প্রশ্ন: ব্যতিক্রমধর্মী ১টি ধাতু ও ১টি অধাতুর নাম লেখো। 
উত্তর: ব্যতিক্রমধর্মী ১টি ধাতুর নাম হলো—পারদ। কারণ সাধারণ তাপমাত্রায় একে তরল রূপে পাওয়া যায়। 
ব্যতিক্রমধর্মী ১টি অধাতুর নাম হলো—কার্বন।
কার্বনের আরেকটি রূপ হলো গ্রাফাইট। গ্রাফাইটের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে।

No comments:

Post a Comment