7.8.12

মডেল টেস্ট-৬  ইসলাম শিক্ষা

২য় সাময়িক পরীক্ষা


সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। বহুনির্বাচনী প্রশ্ন। ১×১০ = ১০
ক. মানবচরিত্রের ভালো গুণ—
(মাতা-পিতার কথা না শোনা/
মানুষের সেবা করা/
জীবজন্তুকে কষ্ট দেওয়া/
কথা দিয়ে কথা না রাখা।)
খ. আল্লাহ তাআলা কিসে খুশি হন—
(মানুষকে কষ্ট দিলে/ সত্য কথা না বললে/
দুঃখী মানুষকে সাহায্য না করলে/
মানুষের সেবা ও সাহায্য করলে।)
গ. ইসলামি রাষ্ট্রের দ্বিতীয় খলিফা ছিলেন—
(হজরত আবু বকর (রা.)/ হজরত উমর (রা.)/
হজরত বেলাল (রা.)/ হজরত আলী (রা.))
ঘ. মানুষকে সব সময় সৎকাজের দিকে নিয়ে যায়—
(সততা/ বিশ্বাস/ আখলাক/ ক্ষমা)
ঙ. আশরাফুল মাখলুকাত মানে—
(সৃষ্টির সেরা/ সেরা মানুষ/
সৃষ্টির সেরা মানুষ/ ক্ষমা)
চ. গাছ বাতাস থেকে শুষে নেয়—
(কার্বন/ অক্সিজেন/ সালফার/ কার্বন ডাই-অক্সাইড)
ছ. খলিফা শব্দের অর্থ—
(মানুষ/ প্রশাসক/ প্রতিনিধি/ রাসূল)
জ. মাখরাজ শব্দের অর্থ—
(তিলাওয়াত/ উচ্চারণের জায়গা/
উচ্চারণের ভঙ্গি/ সুন্দর উচ্চারণ)
ঝ. আরবি ২৯টি হরফ মুখের উচ্চারিত হয়—
(১৭টি/ ২৮টি/ ৯টি/ ১২টি স্থান থেকে)
ঞ. কোরআন মাজিদ সংরক্ষিত আছে—
(আকাশে/ লাওহে মাহফুজে/
আকাশের মাঝখানে/ পৃথিবীতে)
২। শূন্যস্থান পূরণ করো। ৫×২=১০
ক. ইদগাম অর্থ— —।
খ. কোরআন মাজিদ সর্বপ্রকার — উৎস।
গ. — ও — মানুষের মহৎ গুণ।
ঘ. রান্না শেষে — চুলা বন্ধ রাখা দরকার।
ঙ. আমরা — লাগিয়ে পরিবেশকে বাসোপযোগী রাখব।
৩। শুদ্ধ / অশুদ্ধ নির্ণয়। ২×৫=১০
ক. মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হন।
খ. দেশপ্রেম হলো ঈমানের অর্ধাঙ্গ।
গ. সব সম্পদের অপচয় বন্ধ করব।
ঘ. মহানবী (সা.)-এর ভাষা ছিল হিব্রু।
ঙ. কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াত করা উচিত।
৪। বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো। ২×৫=১০
ক. কোরআন মাজিদ আল্লাহ তাআলার ২৯টি।
খ. আরবি হরফ হলো মায়ের দোয়া।
গ. আল্লাহ তাআলা কবুল করেন হজ।
ঘ. দেশপ্রেম ঈমানের বাণী।
ঙ. আমরা বেঁচে থাকি অক্সিজেন অঙ্গ।
গ্রহণ করে।
অর্ধেক।
৫। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ৫×৪=২০
ক. মানবচরিত্রের ভালো গুণগুলো কী?
খ. অপচয় করা কী?
গ. গুন্নাহ কী?
ঘ. ওয়াকফের উদ্দেশ্য কী?
ঙ. দেশকে ভালোবাস বলতে কী বোঝো?
চ. আশরাফুল মাখলুকাত কারা?
ছ. কাদের জীবন খুবই কষ্টকর।
৬। বর্ণনামূলক প্রশ্ন লেখো। ৮×৫ = ৪০
ক. গাছ আমাদের বন্ধু — ব্যাখ্যা করো।
খ. সত্যবাদিতা সম্পর্কে মা ও মেয়ের ঘটনাটি বর্ণনা করো।
গ. অপচয় সম্পর্কে বর্ণনা করো।
ঘ. সেবা সম্পর্কে শেষবিচারের দিন আল্লাহ তাআলা কী বলবেন?
ঙ. সূরা আল-ফিলের অর্থ লেখো।
চ. গুন্নাহ কী? গুন্নাহের বর্ণ কয়টি ও কী কী?
ছ. মানবচরিত্রের খারাপ গুণগুলো বর্ণনা করো?

No comments:

Post a Comment