1.7.12

বিজ্ঞান:বাম-ডান মিলকরণ

বাম-ডান মিলকরণ 
প্রিয় পরীক্ষার্থীরা, এবার সমাপনী পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে থাকছে ‘বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিলকরণ’। যা এবার নতুন করে বিজ্ঞান বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে। তবে বিজ্ঞান বইতে ‘বাম-ডান’ মিলকরণ বিষয়ে অনুশীলনীতে কোনো প্রশ্ন নেই, তাই আজ আমরা মিলকরণ প্রশ্নটি কেমন হতে পারে, অধ্যায়ভিত্তিক সেটি আলোচনা করব।
অধ্যায়-১
বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।
ক. বৃক্ষের প্রধান কাণ্ড
খ. গুল্মজাতীয় উদ্ভিদ
গ. লাউ, কুমড়া, পুঁইশাক
ঘ. খাদ্য তৈরি করে
ঙ. ব্যাঙের ছাতা
চ. ঢেঁকিশাক
ছ. ক্লোরোফিল
জ. একবীজপত্রী উদ্ভিদ
ঝ. জালিকা শিরাবিন্যাস
ঞ. সমান্তরাল শিরাবিন্যাস
ট. সাইকাস, পাইনাস
ঠ. দ্বিবীজপত্রী
ছোলা, মটর
নগ্নবীজী উদ্ভিদ
ধানপাতা
আম ও কাঁঠালপাতা
ধান ও গম
সবুজ রং
ফার্নজাতীয় উদ্ভিদ
ছত্রাক
গাছের পাতা
বিরুৎ
মাঝারি আকার
গাছের গুঁড়ি
গুল্ম

উত্তর: ক. বৃক্ষের প্রধান কাণ্ড — গাছের গুঁড়ি।
খ. গুল্মজাতীয় উদ্ভিদ — মাঝারি আকার।
গ. লাউ, কুমড়া, পুঁইশাক — বিরুৎ।
ঘ. খাদ্য তৈরি করে — গাছের পাতা।
ঙ. ব্যাঙের ছাতা — ছত্রাক।
চ. ঢেঁকিশাক — ফার্নজাতীয় উদ্ভিদ।
ছ. ক্লোরোফিল — সবুজ রং।
জ. একবীজপত্রী উদ্ভিদ — ধান, গম।
ঝ. জালিকা শিরাবিন্যাস — আম ও কাঁঠালপাতা।
ঞ. সমান্তরাল শিরাবিন্যাস — ধানপাতা।
ট. সাইকাস, পাইনাস — নগ্নবীজী উদ্ভিদ।
ঠ. দ্বিবীজপত্রী — ছোলা, মটর।
অধ্যায়-২
বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।
ক. শীতকালে ফোটে
খ. কাশফুল
গ. সারা বছর ফোটে
ঘ. গ্রীষ্মকালীন ফল
ঙ. কমলালেবু
চ. ফুলকপি, বাঁধাকপি
ছ. বর্ষাকালের শুরু
জ. পেয়ারা, আমড়া
বর্ষাকালীন ফল
ফলগাছ
শীতকালীন সবজি
শীতকাল
লিচু, আম
রজনী গন্ধা
শরৎকালের বৈশিষ্ট্য
ডালিয়া গাঁদা
উত্তর:ক. শীতকালে ফোটে — ডালিয়া, গাঁদা।
খ. কাশফুল — শরৎকালের বৈশিষ্ট্য।
গ. সারা বছর ফোটে — রজনী গন্ধা।
ঘ. গ্রীষ্মকালীন ফল — লিচু, আম।
ঙ. কমলালেবু — শীতকাল।
চ. ফুলকপি, বাঁধাকপি — শীতকালীন সবজি।
ছ. বর্ষাকালের শুরু — ফলগাছ।
জ. পেয়ারা, আমড়া — বর্ষাকালীন ফল।
অধ্যায়-৩
বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।
ক. অমেরুদণ্ডী প্রাণী
খ. মেরুদণ্ডের খণ্ড অংশ
গ. অ্যামিবা দেখতে হয়
ঘ. দুইজোড়া ডানা ও তিন জোড়া পা
ঙ. নানা রকম রোগ ছড়ায়
চ. মৌমাছি
ছ. কুমির, সাপ, টিকটিকি
জ. উভচর প্রাণী
ঝ. ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়
ঞ. মেরু অঞ্চল
সাদা ভালুক
মাছ
ব্যাঙ
সরীসৃপ
মধু ও মোম
মশা-মাছি
পতঙ্গ
অণুবীক্ষণ যন্ত্রে
কশেরুকা
তেলাপোকা, চিংড়ি
গাছপালা, ঘড়বাড়ি
উত্তর: ক. অমেরুদণ্ডী প্রাণী — তেলাপোকা, চিংড়ি।
খ. মেরুদণ্ডের খণ্ড অংশ — কশেরুকা।
গ. অ্যামিবা দেখতে হয় — অনুবীক্ষণ যন্ত্রে।
ঘ. দুইজোড়া ডানা ও তিন জোড়া পা — পতঙ্গ।
ঙ. নানা রকম রোগ ছড়ায় — মশামাছি।
চ. মৌমাছি — মধু ও মোম।
ছ. কুমির, সাপ, টিকটিকি — সরীসৃপ।
জ. উভচর প্রাণী — ব্যাঙ।
ঝ. ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায় — মাছ।
ঞ. মেরু অঞ্চল — সাদা ভালুক।
ট. স্তন্যপায়ী — চামচিকা, বাদুড়।

No comments:

Post a Comment