প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে ‘শতকরা’ শিরোনামযুক্ত একাদশ অধ্যায়। এ অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ১১-এ রয়েছে তিন ধরনের সমস্যা। আর এই সমস্যাগুলো হলো সাধারণ শতকরা নির্ণয়, লাভ-ক্ষতি, ক্রয়মূল্য, বিক্রয় মূল্য নির্ণয় ও মুনাফা, আসল, মুনাফার হার, সময় ইত্যাদি নির্ণয়।
প্রশ্ন: হানিফ মিয়ার বর্তমানে মাসিক আয় ১৫৫০ টাকা। পূর্বে তার আয় ১৫০০ টাকা ছিল। শতকরা তার আয় কত বৃদ্ধি পেল?
সমাধান: হানিফ মিয়ার,
বর্তমান আয় ১৫৫০ টাকা
পূর্বের আয় (-) ১৫০০ টাকা
( আয় বৃদ্ধি পেল ৫০ টাকা
এখন,
১৫০০ টাকায় তার আয় বৃদ্ধি পেল ৫০ টাকা
( ১ ” ” ” ” ” ”
( ১০০ ” ” ” ” ” টাকা
= টাকা = টাকা
অতএব শতকরা তার আয় টাকা বৃদ্ধি পেল।
উত্তর: টাকা।
প্রশ্ন: তোমার এলাকায় অংশ শিক্ষিত লোক আছে।
এলাকায় শতকরা কতজন শিক্ষিত লোক আছে?
সমাধান: এলাকায় শিক্ষিত লোক আছে অংশ।
এখানে,
= = ৭২%
অতএব এলাকায় শতকরা ৭২ জন শিক্ষিত লোক আছে।
উত্তর: ৭২%
প্রশ্ন: প্রশান্ত বাবু তার বেতনের ৪০% বাড়ি ভাড়া দেন। তার মাসিক বেতন ৬৫৫০ টাকা। তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন? সমাধান: প্রশান্ত বাবু,
১০০ টাকায় বাড়ি ভাড়া দেন ৪০ টাকা
( ১ ” ” ” ” ”
( ৬৫৫০ ” ” ” ” ”
= (২(১৩১০) টাকা = ২৬২০ টাকা।
অতএব, তিনি ২৬২০ টাকা বাড়ি ভাড়া দেন।
উত্তর: ২৬২০ টাকা।
No comments:
Post a Comment