5.7.12

Somaz অধ্যায়-১৮ 

প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষার আলোকে আজকে অধ্যায় আঠার-এর বিশ্ব শান্তি ও জাতিসংঘ নিয়ে আলোচনা করছি।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।
ক) পৃথিবীর কোন রাষ্ট্র একে অপরের — ছাড়া টিকে থাকতে পারে না।
উত্তর: পৃথিবীর কোন রাষ্ট্র একে অপরের সহযোগিতা ছাড়া টিতে থাকতে পারে না।
খ) মানবজাতিকে রক্ষা করতে হলে — প্রতিষ্ঠা ছাড়া উপায় নাই।
উত্তর: মানবজাতিকে রক্ষা করতে হলে বিশ্বশান্তি প্রতিসমা ছাড়া উপায় নেই।
গ) যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে — গঠিত হয়েছে।
উত্তর: যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে।
ঘ) জাতিসংঘের নিজস্ব কোন — নেই।
উত্তর: জাতিসংঘের নিজস্ব কোন সামরিক বাহিনী নেই।
ঙ) বিশ্বশান্তি রক্ষায় জীবনদান — জন্য অত্যন্ত গৌরবের।
উত্তর: বিশ্বশান্তি রক্ষায় জীবনদান আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গৌরবের।
নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখ।
ক) জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য।—‘শু’
খ) জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।—‘শু’
গ) যুদ্ধ শুরু করার জন্য কাজ করে জাতিসংঘ।—‘অ’
ঘ) সকল শিশুর শিক্ষা যাতে নিশ্চিত না হয় সেজন্য কাজ করে ইউনিসেফ।—‘অ’
ঙ) বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।—‘শু’
বাম পাশের সাথে ডান পাশের কথাগুলো মিল কর:
বাম
ক) বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
খ) জাতিসংঘের সদর দফতর আমেরিকার যুক্তরাষ্ট্রের
গ) বছরে একবার সাধারণ পরিষদের
ঘ) আন্তর্জাতিক আদালত
ঙ) শিশুদের জন্য কাজ করে
ডান
নিউইয়র্কে অবস্থিত
অধিবেশন অনুষ্ঠিত হয়
নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত
ইউনিসেফ
১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়
ইউনেস্কো
উত্তর: ক) বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য — ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়
খ) জাতিসংঘের সদর দফতর আমেরিকার যুক্তরাষ্ট্রের — নিউইয়র্কে অবস্থিত
গ) বছরে একবার সাধারণ পরিষদের— অধিবেশন অনুষ্ঠিত হয়
ঘ) আন্তর্জাতিক আদালত— নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত
ঙ) শিশুদের জন্য কাজ করে— ইউনেস্কো
সঠিক উত্তরটি খাতায় লেখ।
১) জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী?
ক) যদ্ধ করা খ) বিশৃঙ্খলা তৈরি করা
গ) বিশ্বশান্তি নিশ্চিত করা ঘ) ব্যবসা করা
উত্তর: বিশ্বশান্তি নিশ্চিত করা।
২) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি?
ক) বিশ্বের সকল রাষ্ট্র খ) জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র
গ) সাতটি রাষ্ট্র ঘ) পাঁচটি রাষ্ট্র উত্তর: পাঁচটি রাষ্ট্র।
৩) ইউনিসেফ কাদের জন্য কাজ করে?
ক) সকলের জন্য খ) নারীদের জন্য
গ) শিশুদের জন্য ঘ) পুরুষদের জন্য
উত্তর: শিশুদের জন্য।
৪) স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
ক) ইউনেস্কো খ) অছি পরিষদ
গ) ইউএনডিপি ঘ) নিরাপত্তা পরিষদ
উত্তর: নিরাপত্তা পরিষদ।
৫) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক) ৭ই মার্চ খ) ৭ই আগস্ট গ) ৭ই জুন ঘ) ৭ই এপ্রিল উত্তর: ৭ই এপ্রিল।
সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: বিশ্বশান্তির জন্য বা অন্য কথায় যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে। কয়েকটি রাষ্ট্রের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তবে শান্তিপূর্ণভাবে তার সমাধানের উপায় খুজে বের করা জাতিসংঘের উদ্দেশ্য। বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি এর আরেকটি উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিশু, নারী ও পুরুষ সকলের মানবিক ও মৌলিক অধিকার রক্ষার এর অন্যতম উদ্দেশ্য। নানা ধরনের কল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করাও জাতিসংঘের উদ্দেশ্য।
প্রশ্ন: নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য বর্ণনা কর।
উত্তর: বিশ্বের কোথাও রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে নিরাপত্তা পরিষদ। এ চেষ্টা সফল না হলে সামরিক শক্তির ব্যবহারের মাধ্যমে শান্তি নিশ্চিত করে।
প্রশ্ন: আন্তর্জাতিক আদালতে কীসের বিচার হয়?
উত্তর: যে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বিরোধ মিমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারে। এই আদালতের রায় নিরাপত্তা পরিষদ কার্যকর করে।
প্রশ্ন: ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে?
উত্তর: ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকা দান ইত্যাদি নানা করাজ করে থাকে। বিশ্বের কোথাও শিশুদের অধিকার যাতে লংঘিত না হয় সেদিকে ইউনিসেফের সজাগ দৃষ্টি থাকে।
প্রশ্ন: বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
উত্তর: বিশ্বস্বাস্থ্য সংস্থার মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল মানুষের স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি সাধন। স্বাস্থ্য ও রোগ-ব্যাধি সম্পর্কে দরিদ্র দেশের মানুষকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া এই সংস্থার প্রধান কাজ। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে এ সংস্থা কাজ কর যাচ্ছে। এই সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটি বসন্তের মতো রোগ নির্মূল করা সম্ভব হয়েছে।

No comments:

Post a Comment