প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব।
শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো:
প্রশ্ন: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং—সৃষ্টি হয়।
উত্তর: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।
প্রশ্ন: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে—।
উত্তর: ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।
প্রশ্ন: তাপে বায়ু— ও — হয়।
উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।
প্রশ্ন: — থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই —ভাবে পড়ে।
উত্তর: বিষুব রেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই তির্যকভাবে পড়ে।
প্রশ্ন: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তাই —।
উত্তর: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তাই বায়ুচাপ।
প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে — বলে।
উত্তর: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে।
প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা — সেমি।
উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমি।
প্রশ্ন: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে — সম্ভাবনা বোঝায়।
উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বোঝায়।
প্রশ্ন: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে — বা — সম্ভাবনা থাকে।
উত্তর: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে সাইক্লোন বা প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে।
প্রশ্ন: সমুদ্রগামী জাহাজের — ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।
উত্তর: সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।
প্রশ্ন: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।
উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।
প্রশ্ন: — ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।
উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।
প্রশ্ন: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই — ভাবে পড়ে।
উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই খাড়াভাবে পড়ে।
প্রশ্ন: বায়ুপ্রবাহের প্রধান কারণ —।
উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যতাপ।
প্রশ্ন: পৃথিবীর সব স্থানে — সমানভাবে পায় না।
উত্তর: পৃথিবীর সব স্থানে সূর্যতাপ সমানভাবে পায় না।
প্রশ্ন: জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।
উত্তর: জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।
প্রশ্ন: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে — সৃষ্টি হয়।
উত্তর: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়।
প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে — বায়ুচাপ বলে।
উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে এক প্যাসকেল বায়ুচাপ বলে।
প্রশ্ন: বায়ুর চাপ ওঠানামার সাথে সাথে — পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।
উত্তর: বায়ুর চাপ ওঠানামার সাথে সাথে ব্যারোমিটারে পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।
প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে — ব্যবহূত হয়।
উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয় সুতরাং বায়ুকে কী বলা যায়?
ক. পদার্থ খ. শক্তি গ. প্রযুক্তি ঘ. বল উত্তর: ক. পদার্থ
প্রশ্ন: বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?
ক. এটা বায়ুর ধর্ম খ. আশপাশের বায়ুচাপ দেয় বলে
গ. তাপের তারতম্যের কারণে ঘ. বায়ু পদার্থ বলে।
উত্তর: গ. তাপের তারতম্যের কারণে
প্রশ্ন: মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গরম বেশি কেন?
ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
খ. মেরু অঞ্চল সূর্যের খুব কাছে বলে
গ. মেরু অঞ্চলে সূর্য কোনো দিনই ওঠে না
ঘ. বিষুবীয় অঞ্চলে পানির পরিমাণ কম বলে।
উত্তর: ক. বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
প্রশ্ন: বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?
ক. সমুদ্র পৃষ্ঠে খ. ভূপৃষ্ঠে গ. ঊর্ধ্বাকাশে ঘ. পাহাড়ের চূড়ায়
উত্তর: খ. ভূপৃষ্ঠে
প্রশ্ন: বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?
ক. থার্মোমিটার খ. ল্যাকটোমিটার গ. স্পিডোমিটার ঘ. ব্যারোমিটার
উত্তর: ঘ. ব্যারোমিটার
প্রশ্ন: বায়ুর বিশাল আবরণকে কী বলা হয়?
ক. আবহাওয়া খ. জলবায়ু গ. বায়ুমণ্ডল ঘ. আয়নমণ্ডল
উত্তর: গ. বায়ুমণ্ডল
প্রশ্ন: ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুর একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হওয়াকে কী বলে?
ক. বায়ুচাপ খ. বায়ুপ্রবাহ গ. উচ্চচাপ ঘ. নিম্নচাপ
উত্তর: খ. বায়ুপ্রবাহ
প্রশ্ন: যেসব স্থানে সূর্যকিরণ খাড়াভাবে পড়ে সেসব স্থানে তাপমাত্রা কী হয়?
ক. কমে যায় খ. স্থির থাকে গ. হালকা হয় ঘ. বেড়ে যায়।
উত্তর: ঘ. বেড়ে যায়
প্রশ্ন: শক্তি উৎপাদনে ও সেচের কাজে কী ব্যবহার করা হয়?
ক. বায়ুকল খ. বায়ু গ. বায়ুচাপ ঘ. গ্যাস
উত্তর: ক. বায়ুকল
প্রশ্ন: বায়ুতে জলীয় বাষ্প কমে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
ক. কমে যায় খ. বেড়ে যায় গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর: খ. বেড়ে যায়
প্রশ্ন: সাধারণ অবস্থায় বায়ুর চাপকে কী বলা হয়?
ক. বায়ুপ্রবাহ খ. অ্যাটমোসফিয়ার গ. প্যাসকেল ঘ. নিম্নচাপ
উত্তর: খ. অ্যাটমোসফিয়ার
প্রশ্ন: বায়ুতে বল প্রয়োগ করলে কী হয়?
ক. বাধা দেয় খ. স্থির থাকে গ. সরে যায় ঘ. ঝড় ওঠে
উত্তর: ক. বাধা দেয়।
ভুল-শুদ্ধ নির্ণয় করো:
১। বায়ুর ওজন আছে। বায়ু জায়গা দখল করে। —‘শুদ্ধ’
২। বায়ু একটি পদার্থ। ‘শুদ্ধ’
৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়। —‘ভুল’
৪। বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়। —‘ভুল’
৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। —‘ভুল’
৬। বায়ুতে ‘জলীয় বাষ্প কমলে বায়ুচাপ কমে। —‘ভুল’
৭। বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে। —‘ভুল’
৮। দিনের বেলায় সূর্য কিরণে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়। —‘ভুল’
৯। হালকা বায়ুর চাপ কম হয়। ‘শুদ্ধ’
১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে। —‘ভুল’
১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে। —‘শুদ্ধ’
১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না। —‘শুদ্ধ’
১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়। —‘ভুল’
১৪। বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। —‘শুদ্ধ’
১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়। —‘শুদ্ধ’
১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক। —‘ভুল’
১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়। —‘শুদ্ধ’
১৮। আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি। —‘শুদ্ধ’
১৯। বায়ুর কোনো ওজন নেই। —‘ভুল’
২০। পৃথিবীপৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়। —‘শুদ্ধ’
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
প্রশ্ন: বায়ুমণ্ডল কাকে বলে?
উত্তর: আমাদের চারপাশে বায়ু আছে। এমনকি পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুর এ বিশাল আবরণকে বায়ুমণ্ডল বলা হয়।
প্রশ্ন: বায়ু কেন একটি পদার্থ?
উত্তর: আমরা জানি পদার্থের কতগুলো বৈশিষ্ট আছে, যেমন: পদার্থের ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুরও ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে সুতরাং বায়ু একটি পদার্থ।
প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত?
উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গ মিটার জায়গায় বায়ুর চাপ ‘এক নিউটন’ বল।
প্রশ্ন: ব্যারোমিটার কী কাজে লাগে?
উত্তর: বায়ুর চাপ নির্ণয় করতে ব্যারোমিটার কাজে লাগে। কোনো স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কত ওপরে বা নিচে তা স্থির করা যায়। সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটারের সাহায্যে ঝড়-বৃষ্টির আভাস পান, ফলে তাঁরা সতর্ক হতে পারেন। প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়।
প্রশ্ন: ব্যারোমিটারের পারদের স্বাভাবিক উচ্চতা কত সে. মিটার থাকে?
উত্তর: ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা ৭৬ সে. মিটার থাকে।
No comments:
Post a Comment