31.5.12

সমাজ: অধ্যায়-৬


প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।
 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক) প্রতিটি ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে।
উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।
খ) রাষ্ট্র আমাদের — প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
উত্তর: রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
গ) অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে —সহিষ্ণুতা বলে।
উত্তর: অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে পরমতসহিষ্ণুতা বলে।
ঘ) গণতন্ত্রের অর্থ হচ্ছে — শাসন।
উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন।
ঙ) নেতৃত্ব মানুষের — গুণ।
উত্তর: নেতৃত্ব মানুষের মানবীয় গুণ।
 নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।
ক) বিদ্যালয়ে আমরা নানা প্রকার মত প্রকাশ করি।—‘শু’
খ) আমরা শ্রেণীতে দলনেতা নির্বাচন করি না।—‘অ’
গ) বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।—‘শু’
ঘ) যিনি নেতৃত্ব দেন, তিনি নেতা নন।—‘অ’
ঙ) জনগণের সেবা করাই নেতার কাজ নয়।—‘অ’
 বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।
উত্তর: ক) প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একটি কাজ — নেতৃত্বে গুণাবলি বিকাশ লাভ করে।
খ) নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে — সুষ্ঠুভাবে সমাধা করেন।
গ) আমরা বিদ্যালয়ের সবার যৌক্তিক—মতামতের গুরুত্ব দিই।
ঘ) আমরা সবার ঐকমত্যে — দলনেতা নির্বাচন করি।
ঙ) সব ধর্মের মানুষ যার যার—ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।
 সঠিক উত্তর লেখো।
১) গণতন্ত্রের অর্থ কী?
ক) পরিবারের শাসন খ) আমলাদের শাসন
গ) কতিপয় ব্যক্তির শাসন ঘ) জনগণের শাসন
উত্তর: জনগণের শাসন
২) মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে?
ক) সুসম্পর্ক খ) বন্ধুত্ব গ) বিভিন্নতা ঘ) ক ও গ দুটোই।
উত্তর: বিভিন্নতা
৩) নেতা একটি বিশৃঙ্খল সমাজকে কী করতে পারেন?
ক) নষ্ট করতে পারেন খ) এড়িয়ে চলতে পারেন
গ) আরও বিশৃঙ্খল করতে পারেন ঘ) জাগিয়ে তুলতে পারেন।
উত্তর: জাগিয়ে তুলতে পারেন
৪) আদর্শ নেতা হলে কী গুণাবলি থাকা প্রয়োজন?
ক) সম্পদশালী হতে হবে খ) উচ্চশিক্ষিত হতে হবে
গ) দায়িত্ববোধসম্পন্ন হতে হবে ঘ) স্বজনপ্রীতি করতে হবে
উত্তর: দায়িত্ববোধসম্পন্ন হতে হবে।
৫) যৌক্তিক মতামতের প্রতি আমাদের কী করা উচিত?
ক) শ্রদ্ধা প্রদর্শন করা খ) ঘৃণা প্রদর্শন করা
গ) অবহেলা করা ঘ) এড়িয়ে চলা
উত্তর: শ্রদ্ধা প্রদর্শন করা
 সংক্ষেপে উত্তর দাও।
ক) আদর্শ নেতার গুণাবলি কী?
উত্তর: মানুষ জন্মসূত্রে অথবা পরিবেশ থেকে মানবীয় গুণাবলি অর্জন করে। নেতৃত্ব মানুষের মানবীয় গুণ। প্রশিক্ষণ ও অনুশীলনীর মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে। আদর্শ নেতার গুণাবলি নিম্নরূপ—
১. মানুষের প্রতি ভালোবাসা ও মঙ্গল কামনা করা।
২. সবার সঙ্গে মিশতে পারা।
৩. স্পষ্টভাষী হওয়া এবং সুন্দর কথা বলা।
৪. ন্যায়-অন্যায় বোধ থাকা।
৫. দায়িত্বশীল হওয়া।
৬. সাহসী মনোভাব থাকা।
৭. পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারা।
৮. অন্যকে সহযোগিতা করার মন-মানসিকতা থাকা।
৯. নিজের অন্যায় বা দোষ স্বীকার করা।
১০. সুন্দর ও নীরোগ স্বাস্থ্যের অধিকারী হওয়া।
১১. সৎ ও সত্যবাদী হওয়া।
এ ছাড়া একজন আদর্শ নেতাকে সবার আস্থাভাজন হতে হবে।
গ. গণতন্ত্র আমাদের কী দেয়?
উত্তর: গণতন্ত্র থেকে আমাদের প্রাপ্তি: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র থেকে আমরা নিম্নরূপ উপকার পেয়ে থাকি—
১. মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয়।
২. সংবাদপত্রের স্বাধীনতা দেয়।
৩. নির্বাচনে অংশগ্রহণের অধিকার দেয়।
৪. ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দেয়।
ঘ. কীভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি?
উত্তর: সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও আমরা একে অন্যের মতামত প্রকাশের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশির ভাগ মানুষের যুক্তিসংগত মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই। এভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি।
ঙ. পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি?
উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভয়ভীতি বা জোর করে কিছু করা যাবে না। আমরা পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে থাকি। নিচে পরিবারে গণতন্ত্র চর্চার উপায়ের একটি দৃষ্টান্ত আলোচনা করা হলো:
আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে মা-বাবা, ভাইবোন—সবার সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিই, কোথায় বেড়াতে যাওয়া যায়। এ ক্ষেত্রে আমরা বেড়ানোর জায়গা, খরচ, দূরত্ব, সময় ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাই এবং বেড়ানো উপভোগ করি। এভাবে আমরা পরিবারে গণতন্ত্র চর্চা করতে পারি।

No comments:

Post a Comment