20.4.12

বাংলা: এত হাসি কোথায় পেলে

প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায়। আলোচ্যসূচিতে আজ রয়েছে বাংলা বিষয়ের কবিতা ‘এত হাসি কোথায় পেলে’। কবিতাটি লিখেছেন পল্লীকবিখ্যাত কবি জসীমউদ্দীন।
কবি পরিচিতি: ১৯০৩ খ্রিষ্টাব্দের ৩০ অক্টোবর ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন। তিনি গ্রামবাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে প্রচুর কবিতা লিখেছেন। তাঁর কবিতায় পল্লী জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-নিরাশা ও সম্ভাবনার কথা বেশি উঠে এসেছে বলে তাঁকে ‘পল্লীকবি’ বলা হয়। কবিতা ছাড়া তিনি অনেক সুন্দর গদ্যও রচনা করেছেন। ভ্রমণকাহিনি ও আত্মজীবনী লেখায়ও তিনি ছিলেন সিদ্ধহস্ত। কবি জসীমউদ্দীন ছোটদের জন্য অনেক লেখা লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতা হলো ‘কবর’ এবং বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’। ছোটদের জন্য লেখা তাঁর বিখ্যাত রচনা ‘ডালিম কুমার’, ‘হাসু’ ও ‘এক পয়সার বাঁশি’। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
মূলভাব: ‘এত হাসি কোথায় পেলে’ কবিতায় কবি জসীমউদ্দীন ছোট্ট শিশুর আচরণ-সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খল খল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা-চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর। শিশু সবার আদরের।
প্রিয় শিক্ষার্থী, কবি পরিচিতি ও কবিতার মূলভাব জেনে নেওয়া হলো। এসো, এবার কিছু নির্বাচিত শব্দার্থ জেনে নেওয়া যাক।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো:
খলখলানি, গাঙ, টুইটুবানি, ঝামুর ঝুমুর, উড়-উড়ানি।
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
খলখলানি খলখল শব্দ
গাঙ ছোট্ট নদী
টুইটুবানি টইটুম্বুর, কানায় কানায় ভরা
ঝামুর ঝুমুর নুপূরের শব্দ
উড়-উড়ানি উড়ু উড়ু মনের ভাব।
প্রশ্ন: ডান দিক থেকে শব্দ এনে খালি ঘরে বসাও:
ক) এত কথার—কলকলানি খ) গাঙের—গুলগুলানি
গ) পাটের বনের—গড়গড়ানি ঘ) ছড়ার গড়ার—খলখলানি
ঙ) কলমি ফুলের—দুলদুলানি চ) কোন সে লতার—বউ টুবানি
ছ) আদরে যে—ফুলছড়ানি জ) জোসনা—ফিনিক
ঝ) রঙিন—ঠোঁটে ঞ) জোসনা ফিনিক—টুইটুবানি
উত্তর: ক) এত কথার খলখলানি খ) গাঙের কলকলানি
গ) পাটের বনের বউ টুবানি ঘ) ছড়ার গড়ার গড়গড়ানি
ঙ) কলমি ফুলের গুলগুলানি চ) কোন সে লতার দুলদুলানি
ছ) আদরে যে টুইটুবানি জ) জোসনা ফিনিক
ঝ) রঙিন ঠোঁটে ঞ) জোসনা ফিনিক ফুলছড়ানি।

No comments:

Post a Comment