প্রশ্ন : আদর্শ নেতার গুণাবলি কী কী?
উত্তর : কোনো কাজ যিনি সকলের সামনে থেকে করেন, সবাইকে দিকনির্দেশনা দেন তিনিই নেতা। মূলত যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন তিনিই নেতা। নেতৃত্ব মানুষের ১টি মানবীয় গুণ, একজন আদর্শ নেতা প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব দেন। নিম্নে একজন আদর্শ নেতার গুণাবলি দেয়া হল :
১। দায়িত্ববান হওয়া
২। জনগণের সেবা করা
৩। জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের কল্যাণ কামনা করা।
৪। সৎ, সাহসী ও সত্যবাদী হওয়া।
৫। ন্যায় অন্যায় বোধ থাকা।
৬। দায়িত্বশীল হওয়া
৭। পরোপকারি হওয়া
৮। স্পষ্ট ও সুন্দর করে কথা বলা।
প্রশ্ন : গণতন্ত্র আমাদের কী দেয়?
উত্তর : বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’ সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণতন্ত্র আমাদের যেসব উপকার দেয় তা নিম্নে দেয়া হলÑ
১। স্বাধীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা।
২। সংবাদপত্রের স্বাধীনতা।
৩। নির্বাচনে অংশগ্রহণের স্বাধীনতা।
৪। ন্যায় বিচার পাবার স্বাধীনতা।
প্রশ্ন : কীভাবে আমরা সকল ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি?
উত্তর : সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে এবং বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও আমরা একে অন্যের মতামত প্রকাশের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের যুক্তিসঙ্গত মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই। এভাবেই আমরা সকল ক্ষেত্রে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকি।
No comments:
Post a Comment