7.8.12

সমাজ: সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও

অধ্যায়-১৩

১। ইংরেজদের সঙ্গে মীর কাশিমের কয়বার যুদ্ধ বাধে?
ক. তিনবার খ. একবার গ. দুইবার ঘ. চারবার
২। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ১৮৬৪ খ. ১৮৫৭ গ. ১৭৪৬ ঘ. ১৭৬৪ সালে।
৩। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে সংঘটিত হয়?
ক. ১১৭৬ খ. ১২৭৬ গ. ১৩৭৬ ঘ. ১০৭৬ সালে।
৪। সমগ্র ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে কে ভূমিকা রাখেন?
ক. লর্ড উইলিয়াম বেন্টিংক খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড কর্নওয়ালিস ঘ. লর্ড ডালহৌসি
৫। তিতুমীর কত সালে শহীদ হন?
ক. ১৮১৩ খ. ১৩৮১ গ. ১৮৩১ ঘ. ১৩১৮ সালে।
৬। বাংলায় আধুনিক শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে কোন শতকে?
ক. ১৮ শতকে খ. ১৭ শতকে
গ. ১৯ শতকে ঘ. ১৬ শতকে
৭। রাজা রামমোহন রায় কোন কোন প্রথা বিলোপের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন?
ক. সতীদাহ প্রথা খ. কৌলীন্য প্রথা
গ. বাল্যবিবাহ প্রথা ঘ. সবগুলো
৮। হিন্দুধর্মকে কুসংস্কারমুক্ত করার চেষ্টা চালান কে?
ক. হাজী মুহম্মদ মুহসীন খ. রাজা রামমোহন রায়
গ. নওয়াব আবদুল লতিফ ঘ. সৈয়দ আমীর আলী
৯। মোহামেডান লিটারেরি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৬৩ খ. ১৮৩৬ গ. ১৬৮৩ ঘ. ১৬৩৮ সালে।
১০। মুসলমানদের প্রতি ইংরেজদের বিদ্বেষভাব অনেকটা কমিয়ে আনেন কে?
ক. স্যার সৈয়দ আহমদ খান খ. সৈয়দ আমীর আলী
গ. নওয়াব আবদুল লতিফ ঘ. হাজী মুহম্মদ মুহসীন
১১। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
ক. ১৯৪০ খ. ১৯০৪ গ. ১৯৪২ ঘ. ১৯৪৬ সালে।
১২। মোহামেডান লিটারেরি সোসাইটির আলোচ্য বিষয়সমূহ কী ছিল?
ক. বিজ্ঞান খ. কলা
গ. ধর্ম ও সমকালীন নানা প্রসঙ্গ ঘ. সবগুলো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর:
অধ্যায়-১৩: ১। গ ২। ঘ ৩। ক ৪। খ ৫। গ ৬। গ ৭। ঘ ৮। খ ৯। ক ১০। গ ১১। ক ১২। ঘ।

No comments:

Post a Comment