Songs

বাংলাদেশের শিশু মোরা

বাংলাদেশের শিশু মোরা বাংলা ভালোবাসি
দেশের ডাকে মরতে পারি, দেশের ডাকে আসি।
সেই তো আমার বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ।।
দেশটাকে ভাই গড়তে হলে করতে হবে আগে,
শিক্ষা শুধু জীবন গড়ে, শিক্ষাতে প্রাণ যাবে।
তাই তো রে ভাই সবাই মিলে পাঠশালাতে আসি।।
সত্য ন্যায়ের গড়তে জীবন শিক্ষাই হোক হাতিয়ার
ধন্য সেই জন এই ভুবনে শিক্ষা আছে যার।
সবার প্রাণে বাজবে এ গান যদি দেশকে ভালোবাসি।।


ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো
ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো
বর্গী এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে।।
ধান ফুরল, পান ফুরল
খাজনার উপায় কি?
আর ক’টা দিন সবুর কর
রসুন বুনেছি।।
ছেলে ঘুমিও না, পাড়া জুড়াবেনা
বর্গী আছে দেশে
ধানের গোলা শেষ হয়ে যাবে
খড় কুড়াবে শেষে
ওরা আজও ফন্দি আঁটে
সূর্য নেবে লুটেপুটে
আমরা সবাই ঘুমিয়ে গেলে
সূর্য নাববে কি সে।।


আজব দেশের ধন্য রাজা
আজব দেশের ধন্য রাজা
    দেশ জোড়া তার নাম
বসলে বলেন হাটরে তোরা
    চললে বলেন থাম
    থাম থাম থাম।। (২)
রাজ্যে ছিল শাস্ত্রী সেপাই
    মন্ত্রী কয়েক জোড়া
হাতীশালে হাতী ছিল
    ঘোড়াশালে ঘোড়া।।
গাছের ডালে শুক সারীদের
    গল্প ছিল কতো
গল্পে তাদের রাজার কথা
    ফুটতো খইয়ের মতো।
এই না বলে স্বপ্নে রাজা
    দেখেন সোনার ঘোড়া
প্রজায় দেখে রাজার মুকুট
    কাগজ দিয়ে গড়া।।


জানালার কোল ঘেষে
জানালার কোল ঘেষে
     বসি একেলা
খুকুমনি বউ সেজে
     খেলছে খেলা।। (২)
ডলি মিনি কত যে পুতুল
সুন্দর গা খানি করে তুলতুল
লাল নীল জামা জুতো
     রয়েছে মেলা।।
বিয়ে হবে পুতুল সোনার
আসবে কুটুম কতো সীমা নেই তার
রান্না বাড়ার তাই যে আজ
     কত ঝামেলা।।


টুকটুকে লাল রাঙা

টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ
বিয়ে বাড়ী ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ।।
কাঠ বেড়ালী বরের মাসী বসেছে মাঝখানে
তাক্‌ ধিনা ধিন ছড়া কেটে আসর জমায় গানে
তানপুরাতে তান ধরেছে ইঁদুর মহারাজ।।
পাড়া পড়শী এলো কতো ময়না টিয়ার দল
ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল
ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ।।


কানা বগী বড় হলো

কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে
বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে।।
বাঘ সিংহ এলো সবে এলো মহিষ ষাঁড়
সবাই মিলে দিলো কতো দামী উপহার
সবার শেষে ফিরণী খেলো ঘোড়ার ডিম দিয়ে।।
কানা বগী চললো এবার মজার শ্বশুর বাড়ী
শ্বশুর এসে দিল খেতে মিষ্টি যে সাত হাড়ি
সবুজ বরণ টিয়ে এলো টোপর মাথায় দিয়ে।।


আমরা কচি আমরা কাঁচা

আমরা কচি আমরা কাঁচা সবুজ কণার দল
সবাই মিলে গড়বো এ দেশ মনে আছে বল।।
দেশের সেবা করবো মোরা রাখবো দেশের মান
সোনা রঙে রাঙবো মোরা হয়ে কোটি প্রাণ
সোনার দেশের আমরা শিশু করি কোলাহল।।
সবার সাথে ঘুরবো মোরা সারা দেশময়
লেখাপড়া শিখবো ভালো করবো দিগ্বীজয়
গড়বো সবাই সোনার এদেশ হয়ে একদল।।


আমি যে ভাই যাদুওয়ালা

আমি যে ভাই যাদুওয়ালা দেখাই যাদু
বাড়ি আমার চাঁদের দেশে হা-হা,
               আমি চাঁদেরি দাদু।।
ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক
খোকা খুকু দেখো দেখো ব্যাঙ হবে শালিক
আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই
হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু।।
আমার যাদু বেচি আমি দেশে দেশে ঘুরে
ঝোলা খালি হলে যাবো চাঁদের দেশে উড়ে।
যাদু দিয়ে বানাই আমি পুতুল থেকে মানুষ
রুমাল গেলো ঝোলার ভিতর বেরিয়ে এলো ফানুস
হাতী ঘোড়া বাঘ ভাল্লুক যাদু দিয়ে বানাই