19.10.13

অনুবাদ  অংশ-৪

অনুবাদ  অংশ-৪ প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বিষয়ে Translate into English থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশদেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে পড়বে। Translate into English: 15. i) লায়লা এবং বিথি বান্ধবী। ii) লায়লা প্রাণবন্ত বিষয়গুলো পছন্দ করে। iii) সে অন্য দেশ ও অন্য মানুষদের সম্পর্কে গল্প পড়তে পছন্দ করে। iv) বিথি বই পড়তে ভালোবাসে। v) এক সকালে সে গ্রন্থাগারে গেল। Answer: i) Laila and Bithi are friends. ii) Laila likes to do active things. iii) She loves to read stories about other lands and other peoples. iv) Bithi loves to read books. v) She goes to the library one morning. 16. আমাদের খাদ্য দরকার। বাঁচার জন্য অবশ্যই আমাদের খেতে হবে। খাদ্য আমাদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। খাদ্য আমাদের শক্তি দেয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্য খাই। Answer: We need food. We must eat to live. Food helps us growing. Food gives us energy. We eat different kinds of food at different times. 17. আমার দেশের নাম বাংলাদেশ। এটা খুব ছোট। কিন্তু এর অনেক লোক। এটির বহু নদী আছে। প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। Answer:The name of my country is Bangladesh. It is very small. But it has many people. It has many rivers. The main rivers are the Padma, the Meghna and the Jamuna. 18. আমার ঘরের সামনেই একটি বাগান আছে। এটি একটি ফুলের বাগান। এটি খুব বড় নয় কিন্তু সুন্দর। আমি নিজেই বাগানটি করেছি। প্রতিদিন সকালে আমি গাছগুলোতে পানি দিই। Answer: I have a garden in front of my bedroom. The garden is a flower garden. It is not so big but beautiful. I myself do gardening. Everyday in the morning I gave water the plants. 19. এক শুক্রবার সুফিয়া বাসায় রয়েছে। এটা শীতের সুন্দর একটি সকাল। এখন সময় বেলা ১১টা। সে তার বাড়ির কাজগুলো সম্পন্ন করেছে। সে বাইরে গিয়ে হেলেনের সঙ্গে খেলা করতে চায়। Answer: Sufia is at home on a Friday. It's a lovely winter morning. It's eleven in the morning. She has done all her homework. She wants to go out and play with Helen. 20. আমি জায়ান খানকে চিনি। সে ভারত থেকে এসেছে। সে একজন ভারতীয়। তার বয়স ১০ বছর এবং সে একজন ছাত্র। এখন সে ঢাকায় আছে। Answer: I know Jayan Khan. He comes from India. He is an Indian. He is ten years old and is a student. Now he is staying in Dhaka.

No comments:

Post a Comment