12.7.14

আমার জীবনের লক্ষ্য

আমার জীবনের লক্ষ্য [উপশিরোনাম: ভূমিকা, লক্ষ্য স্থির করার কারণ, জীবনের লক্ষ্য, উপসংহার] ভূমিকা: প্রত্যেক মানুষের জীবনেই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই লক্ষকে সামনে রেখেই সে জীবনসংগ্রামে অবতীর্ণ হয়। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে জীবনসংগ্রামে টিকে থাকতে পারে না। হালবিহীন, পাল ছেঁড়া নৌকার মতো তার জীবন ভেসে যায়। সাফল্য নামের সেই সোনালি বন্দরে সে কখনো পৌঁছাতে পারে না। লক্ষ্য স্থির করার কারণ: জীবনের শুরুতে সুস্পষ্ট লক্ষ্য স্থির করলে জীবনে চলার পথের সন্ধান পাওয়া যায়। আর পথের সন্ধান পেলে নিজের মেধা ও শ্রম দিয়ে সেই পথে এগিয়ে যাওয়া যায়। আমার জীবনের লক্ষ্য: আমি এখনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। জীবন সম্পর্কে তেমন কোনো ধারণা এখনো মনে জন্মায়নি। তবু আমি মনে মনে একটি লক্ষ্য স্থির করেছি। আমার বন্ধুরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনবিদ, ব্যবসায়ী প্রভৃতি হওয়ার আশা পোষণ করে। কিন্তু আমি এমন একটি পেশাকে জীবনের লক্ষ্য হিসাবে ধরে নিয়েছি, যার কথা শুনলে সবার মন শ্রদ্ধায় ভরে ওঠে। আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কেন আমি শিক্ষক হতে চাই: শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড যে জাতির যত বেশি শক্ত, সে জাতি বিশ্বে তত উন্নত। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আমরা শিক্ষায় আজও পিছিয়ে আছি। এ দেশের অধিকাংশ লোক নিরক্ষর ও অসহায়। নিরক্ষরতার কারণে তাঁরা সমাজে বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত ও নিগৃহীত হচ্ছে। আবার আর এক শ্রেণীর মানুষ আছে, যারা শুধু জীবনের প্রয়োজনেই শিক্ষাকে গ্রহণ করে। ফলে, তাদের শিক্ষাও সমাজের উপকারে আসে না। কিন্তু আমি এমন এক শিক্ষা দিতে চাই, যা দেশের, সমাজের ও জাতির সত্যিকারের উপকারে আসবে। এ জন্য আমি একজন শিক্ষক হতে চাই। উপসংহার: শিক্ষা ছাড়া যেমন কোনো জাতি উন্নতি করতে পারে না, তেমনি যোগ্য শিক্ষক ছাড়াও একটি জাতি সুশিক্ষা পেতে পারে না। আমি একজন শিক্ষক হয়ে দেশের কিছুসংখ্যক নাগরিককেও যদি যোগ্য করে তুলতে পারি, তবেই আমার জীবন সার্থক হয়েছে বলে মনে করব। এ আশাতেই আমি বুক বেঁধে আছি। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব এবং দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব। [অনুসরণে লেখা যায়: বড় হয়ে যা হতে চাই]

রচনা: পরিবেশ রক্ষায় গাছপালা

রচনা:পরিবেশ রক্ষায় গাছপালা [সংকেত: ভূমিকা, প্রয়োজনীয়তা, ব্যবহার, উপসংহার] ভূমিকা: গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয়রোধ করে এবং ঝড়-বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে। আমাদের পরিবেশ রক্ষায় গাছপালার বিকল্প নেই। জীবনের জন্য গাছপালা: বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। অন্যদিকে, গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। কাজেই গাছপালা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। প্রাত্যহিক জীবনে গাছপালা: বন্ধু গাছপালা আমাদের প্রাত্যহিক জীবনে অনেকভাবে সাহায্য করে থাকে। গাছপালা থেকে আমরা পাই নানা রকম ফল, শাকসবজি, খাদ্যশস্য, চিনি, বাদাম ও তেল। এ ছাড়া গাছপালা থেকে আমরা পেয়ে থাকি আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু, আতা, বরই, জামরুল, পেঁপে, সফেদা, আপেল, নাশপাতি, আমড়া ইত্যাদি নানা রকমের ফল। আমাদের প্রতিদিনের রান্নায় যেসব মসলা ব্যবহার করে থাকি, তা-ও পাই গাছপালা থেকে। মরিচ, কালোজিরা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনে, তেজপাতা, এলাচি, দারুচিনি, গোলমরিচ—এসব মসলা আমরা গাছপালা থেকেই পেয়ে থাকি। চা, কফি, কোকো ইত্যাদি মুখরোচক পানীয়ও আমরা পাই উদ্ভিদ বা গাছপালা থেকে। ডাব, খেজুরের রস ইত্যাদিও গাছপালার অবদান। গাছপালার বিভিন্ন ব্যবহার: গাছপালা বিভিন্নভাবে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহূত হয়ে আসছে। কাঠ আমাদের প্রয়োজনীয় বনজ সম্পদ। চেয়ার, টেবিল, আলমারি থেকে শুরু করে দেশলাইয়ের কাঠিসহ বহু ধরনের জিনিস তৈরিতে কাঠ লাগে। আর এই কাঠ আমরা পেয়ে থাকি গাছপালা থেকে। আমাদের আসবাবসহ নানা রকম কাঠের কাজে মেহগনি, সেগুন, শাল, গর্জন ইত্যাদি গাছের কাঠ ব্যবহূত হয়। রাবার গাছ থেকে রাবার ও কর্পূর গাছ থেকে কর্পূর পাই। তুলা ও পাট বহুল পরিচিত তন্তু উৎপাদনকারি গাছ। কাগজ রেয়ন, প্লাইউড, প্লাস্টিক, তারপিন, কয়লা, মোম, রং, আঠা ইত্যাদি তৈরিতেও গাছপালা আমাদের কাজে লাগে। ওষুধ তৈরিতে গাছপালা: আমাদের পরিবেশে কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি। সেগুলোর লতাপাতা, ছাল, কিংবা শিকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। সিনকোনাগাছ ম্যালেরিয়ার ওষুধ কুনাইন তৈরিতে কাজে লাগে। কালোমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন। সৌন্দর্যবর্ধনে গাছপালা: বসতবাড়ির শোভা বা সৌন্দর্যবর্ধন ও উদ্যান রচনায়ও গাছের জুড়ি নেই। চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা, দোপাটি, চাঁপা, করবী, কাঁঠালিচাঁপা, জবা, রজনীগন্ধা, গোলাপ, জুঁই ইত্যাদি ফুল এবং নানা রকমের অর্কিড ও পাতাবাহারগাছ পরিবেশকে শোভন ও সুন্দর করে। কোনো কোনো গাছ আবার অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত। যেমন চন্দন। উপসংহার: মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গাছের তুলনা নেই। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। তাই ইচ্ছামতো গাছ কাটা ও বন উজাড় করা ঠিক নয়। সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন হওয়া দরকার। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানের যথাযথ অনুধাবন করে আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব।

24.10.13

শব্দার্থ  অংশ-৪

শব্দার্থ  অংশ-৪ প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি পরীক্ষায় ৫নং প্রশ্নে থাকবে ‘Match given words with their meaning’ । নিচে এর কিছু নমুনা দেওয়া হলো। 138.Learner = Who learns something 139. Follow = pursue 140. Proceed = advance 141. Soon = shortly 142. Pray = beg. 143. Alarming = terrifying 144. Shout = scream 145. Draw = depict 146. Write = compose 147. Volunteer = A person who does some acts willingly 148. Far = A long distance away 149. Fun = Enjoyment 150. Party= Gathering for pleasure 151. Usually =Generally 152. Different = Not the same ' 153. Beautiful = Having a lovely appearance 154. New = That was not before 155. Biggest = The largest in size 156. Participate = To take part 157. Occur = To happen 158. Found = To establish something 159. Athlete = A person also takes part in sports 160. Rub = rinse 161. Trip = A journey 162. Reach = To arrive somewhere 163. Gallery = A room for exhibiting works of art 164. Amazing = Very surprising 165. Oath = A formal promise 166. Happy = Feeling pleasure 167. Grocery = Foods and other household supplies 168. Camp = Tents used by scouts 169. Signal = That serves information 170. March-past = Parade show 171. Display = To expose something 172. Garden = A piece of land for growing flowers 173. Remote = Distant 174. Drizzling = Lightly rain 175. Screaming = Shouting 176. Faint = Weak 177. Move = To shift from one place to another 178. Manage = To maintain 179. Ruin = To abolish something 180. Common = Very familiar 181. Like = To show preference.